
চলতি (Vijay Hazare Trophy) হাজারে ট্রফিতে প্রথম ম্যাচেই দারুণ ছন্দে পাওয়া গেলো অভিজ্ঞ ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান’কে। ধাওয়ান এবং ইশান্ত শর্মার পারফরম্যান্সের উপর নির্ভর করে শনিবার দিল্লি ৫ উইকেটে হারিয়ে দিলো বিদর্ভ’কে।
ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। দিল্লির তরফে বল হাতে দারুণ পারফরম্যান্স দিয়েছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এর ফলে ২০৭ রানে অল আউট হয়ে যায় বিদর্ভ। বিদর্ভের তরফে সর্বোচ্চ স্কোর করেন গনেশ সতীশ, ৪৫ বলে ৭৪ রান করেন তিনি। (Vijay Hazare Trophy)
এরপর ৪৪.৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে নেয় দিল্লি। ৪৭ বলে ৬৪ রান করেন ধাওয়ান। ৫৬ বলে ৭৩* রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে ফেরেন ললিত যাদব। (Vijay Hazare Trophy)
এদিকে মুম্বইয়ের বিরুদ্ধে লজ্জাজনক হার দিয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু করলো বাংলা। ফের আরেকবার বহুচর্চিত বাংলার দলের ব্যাটিংয়ের দৈন্যদশা প্রকট হয়ে উঠলো ম্যাচে। মুম্বইয়ের বোলারদের সামনে মাথা উঠিয়ে দাড়াতেই পারলোনা বাংলার ব্যাটাররা। রাঁচীতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১২১ রানে গুটিয়ে গেলো বাংলা। মনোজ তিওয়ারি ছাড়া রান পাননি কোনও বাংলার ব্যাটার। সেই রান ২ উইকেট খুঁইয়ে তুলে নেয় রাহানেরা।
বর্তমানে ভারতের হয়ে শুধুমাত্র ওয়ানডে খেলার সুযোগ পান শিখর ধাওয়ান। এমাসের শেষে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) তার ফর্মে থাকার ব্যাপারটা দলের জন্যে খুবই ইতিবাচক একটা বিষয়।
আরও পড়ুনঃ IPL 2023 : বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বধের নায়ক’কে দলে পেতে মরিয়া KKR
পিচে আর্দ্রতার পাশাপাশি ঘাস ছিলো। টসে জিতে তাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। এদিন বাংলার হয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরনের এবং ঋত্বিক চট্টোপাধ্যায়। (Vijay Hazare trophy)
১ রান করে আউট হয়ে যান ঋত্বিক। অভিমন্যু ঈশ্বরন আউট হন ১২ রান করে। তিন নম্বরে নেমে অনুষ্টুপ মজুমদার ৯ রান করে আউট হয়ে যান। সায়ন শেখর মণ্ডল রান পাননি। এক সংখ্যার স্কোর করে আউট হন শাহবাজ় আহমেদ, ঋত্বিক রায়চৌধুরি, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, এবং গীত পুরী। ১০ রান করে অপরাজিত থাকেন মুকেশ কুমার। (Vijay Hazare trophy)
বাংলার একশো রান করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মনোজ তিওয়ারি। ৬৪ বলে ৪৭ রান করেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। মনোজ রান না পেলে আরও খারাপ পরিস্থিতি মুখে পড়তো বাংলা। মুম্বইয়ের তরফে ৪ উইকেট নেন তানুশ কোটিয়ান। (Vijay Hazare trophy)
জবাবে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বই। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫৯ রান করে অপরাজিত থাকেন। বেশি রান পাননি মুম্বইয়ের দুই ওপেনার পৃথ্বী শ (২৬ রান) ও যশস্বী জয়সওয়াল (১০)। অপরাজিত ছিলেন হার্দিক তামোর, ১৮ রান করে।
এরপর বাংলার পরের ম্যাচ রোববার, মিজোরামের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ Indian Cricket Team : নতুন বছরের শুরুতেই বিরাট বদল আসছে ভারতীয় ক্রিকেটে, জানুন বিস্তারিত