সোমবার প্রয়াত হলেন মুম্বাই ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার বাসুদেও পারাঞ্জাপে। মৃত্যুকালীণ তাঁর বয়স হয়েছিল ৮২। ১৯৫৬ থেকে ১৯৭০ সাল অবধি মুম্বাই এবং বরোদা’র হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন তিনি। ডান হাতি এই ব্যাটসম্যান তাতে করেছিলেন ৭৮৫ রান, নিয়েছিলেন ৯ টি উইকেট।
পরবর্তী সময়ে কোচিং জগতে এলে তিনি আরও বিখ্যাত হয়ে ওঠেন ক্রিকেট জগতে। সুনীল গাভাস্কার, দীলিপ বেঙ্গসরকর হয়ে বর্তমানের তারকা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, সকলেই তার কাছে কোচিং নিয়েছেন, কোচিং নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, এমনকি বিদেশি ক্রিকেটার এড স্মিথ।
ক্রিকেট জীবনে স্থানীয় শক্তিশালী ক্লাব দাদার ইউনিয়নের হয়ে প্রতিনিধিত্ব করতেন তিনি। এরপর একাধিক জাতীয় যুব দলের পাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের পদে দেখা গেছে তাকে।
আরও পড়ুনঃ TOKYO PARALYMPICS : টোকিও প্যারাঅলিম্পিকের আসরে দ্বিতীয় সোনা জয় ভারতের !
তাঁর পুত্র যতীন পরাঞ্জাপে দেশের হয়ে খেলেছিলেন ৪ টি ওয়ানডে ম্যাচ। এছাড়া খেলেছিলেন ৬২ টা প্রথম শ্রেণীর ম্যাচ। এরপর জাতীয় নির্বাচকের পদ সামলেছেন তিনি’ও।
আরও পড়ুনঃ FRENCH LEAUGE : মেসির পিএসজি’র অভিষেকের দিন নজরকাড়া ফুটবল খেললো এমবাপে, করলেন জোড়া গোল