Valentines Day : সৌরভ, রাজাদের সাথে তোলা ছবি পোস্ট করে ভ‍্যালেন্টাইন্স ডে উদযাপন আম্পয়ারের !

0
19
Valentines Day : Umpire Kumar Dharmasena posts Valentine's day post with Sourav Ganguly, Ramiz Raja; fans left puzzled
Valentines Day : Umpire Kumar Dharmasena posts Valentine's day post with Sourav Ganguly, Ramiz Raja; fans left puzzled

Valentines Day – আজ ১৪ ই ফেব্রুয়ারি, ভ‍্যালেন্টাইন্স ডে। অধিকাংশ মানুষেরাই আজ তাদের পছন্দের মানুষদের  সাথে তাদের একান্ত মুহূর্ত কাটাচ্ছেন। নিজেদের সঙ্গীদের সাথে একান্ত মুহূর্ত কাটাচ্ছেন। এমন সময় ক্রিকেট ফ‍্যানেদের চমক দিলেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা, সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রামিজ রাজার সাথে তোলা ছবি শেয়ার করে সবাইকে ভ‍্যালেন্টাইন্স ডে’র উইশ জানাতে।

সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় কুমার ধর্মসেনা। প্রায়শই তাকে ছবি পোস্ট এবং রামিজ রাজার সাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন।ছবিটা ভাইরাল হয়ে উঠতেই মিডিয়া এবং ফ‍্যানেরা চমকে ওঠে। (Valentines Day)

বর্তমানে, ধর্মাসেনা, সৌরভ এবং রাজা – এই তিনজন দুবাইয়ে আছে এখন। সেখানে এমসিসির ক্রিকেট কমিটির মিটিং উপলক্ষে আছেন তারা। আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জাস্টিন ল‍্যাঙ্গার। সেখান থেকেই ছবি পোস্ট করেছেন তিনি। (Valentines Day)

আরও পড়ুনঃ Prithvi Shaw : ভ‍্যালেন্টাইন্স ডে’র দিন সকালে করা পোস্ট ডিলিট করে ক্ষমা চাইলেন পৃথ্বী শাহ

বিশ্ব ক্রিকেটের আসরে আম্পায়ার জগতের পরিচিত মুখ কুমার ধর্মসেনা। ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম‍্যাচে তাকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে। এরমধ্যে আছে ২০১৯ ওডিআই বিশ্বকাপ ফাইনাল এবং ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল।

ধর্মসেনা একমাত্র আম্পায়ার যিনি আম্পায়ার এবং ক্রিকেটার হিসেবে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের অংশীদার। লাহোরে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য তিনি।

শ্রীলঙ্কার হয়ে ৩১ টা টেস্ট এবং ১৪১ টা ওয়ানডে খেলেছেন ধর্মসেনা। নিয়েছেন ৬৯ এবং ১৩৮ টা উইকেট।

আরও পড়ুনঃ Smriti Mandhana : বাবর আজমদের থেকেও বেশী করে পারিশ্রমিক পান স্মৃতি মান্ধানা