FIFA World Cup 2022 – ঘানাকে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপের শেষ ষোলোয় স্থান হলোনা উরুগুয়ের। জিওর্জিয়ান দি আরাসকায়েটা জোড়া গোল করে দেশের জয় নিশ্চিত করলেও, পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারলেন না।
অবশ্য খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ঘানা। শুরু’তেই ইনাকি উইলিয়ামসের বাড়ানো পাস থেকে জর্ডান আইয়ু শট নেন। উরুগুয়ের রোচেটের ফাউলে ঘানা পেনাল্টি পেলেও গোল করতে পারেনি, আন্দ্রে আউই পেনাল্টি মিস করেন। (FIFA World Cup 2022)
ম্যাচের ২৬ মিনিটের মাথায় আরাসকায়েটার হেডে করা গোলে এগিয়ে যায় উরুগুয়ে। মিনিট ছয় বাদে লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে আরাসকায়েটা আবার ২-০ করে। ২-০ গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে বিশ্বকাপের প্রথম বারের চ্যাম্পিয়ান’রা।
Despite the win, Uruguay exit the World Cup with Ghana. @adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
Group H, you were a fun one! #FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
সংশ্লিষ্ট গ্রুপের অন্য ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল’কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেলো সাউথ কোরিয়া।
২০১৬ সালের ইউরো কাপ চ্যাম্পিয়ান পর্তুগালের তরফে রিকার্ডো হোরতা পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন এদিন। একদম দলগত প্রচেষ্টায় পর্তুগিজ ব্রিগেড ম্যাচ থেকে প্রথম গোলটা করে যায়, অ্যাসিস্ট করেছিলেন ডিয়োগো ডালোট। (FIFA World Cup 2022)
যদিও পরবর্তী সময়ে পর্তুগাল সেই লিড ধরে রাখতে পারেনি বেশি সময়ের জন্যে। ২৭ মিনিটে কিম ইয়ং-গন সমতায় ফেরায় সাউথ কোরিয়া’কে। স্যান্টোসের ছেলেরা সামাল দিতে পারেনি একটা কর্নার, গন বল নাগালে পেতে জালে জড়াতে কোনও ভুল করেননি। (FIFA World Cup 2022)
অবশ্য দ্বিতীয় হাফে রোনাল্ডো’কে তুলে নেন পর্তুগিজ কোচ স্যান্টোস, খেলার ফলাফল তখন ১-১। এমনিতেই উরুগুয়ে’কে ২-০ গোলে হারানোর সুবাদে পর্তুগালের শেষ ১৬ তে যাওয়া আগেই কনফার্ম ছিলো। (FIFA World Cup 2022)
একেবারে ইঞ্জুরি টাইমে হং হি চান গোল করে ম্যাচে সাউদি কোরিয়ার জয় নিশ্চিত করে ম্যাচে। জয় দিয়ে সাউথ কোরিয়া শেষ ষোলোয় পৌঁছে গেলো এবারের বিশ্বকাপে।
উরুগুয়ে এবং সাউথ কোরিয়া দুই দলের গোল ডিফারেন্স ছিলো শূন্য, কিন্তু অগ্রাধিকার পেলো সাউথ কোরিয়া, এরকম কেনো, কিন্তু উরুগুয়ের সাথে গোল পার্থক্যের বিচারে শেষ অবধি সাউথ কোরিয়া পৌঁছে গেলো শেষ ষোলোয়।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : রোনাল্ডোদের হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলো সাউথ কোরিয়া