Umran Malik : ফিটনেসের দিক থেকে হ্যারিসের ধারেকাছে নেই এই ভারতীয় পেসার, দাবী আকিব জাভেদের

0
70
Umran Malik : 'Umran Malik not as trained or fit as Haris Rauf. He starts at 150kph but drops to 138': Pakistan great's daring verdict
Umran Malik : 'Umran Malik not as trained or fit as Haris Rauf. He starts at 150kph but drops to 138': Pakistan great's daring verdict

উদীয়মান তরুন তারকা পেসার উমরান মালিক (Umran Malik) ও অভিজ্ঞ তারকা পেসার হ্যারিস রউফ বর্তমানে ক্রিকেট বিশ্বের দুই অন্যতম দ্রুতগতি সম্পন্ন ফাস্ট বোলার। একজন ভারতের। অন্যজন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এই দুই পেসারের বোলিং করার ক্ষমতা সবার নজর কেড়েছে বারবার।

এই দু-জনেই (Umran Malik) ধারাবাহিকভাবে ঘন্টায় ১৫০ কিমি গতিবেগে বল করতে সক্ষম। সম্প্রতি পাকিস্তানের অন্যতম সেরা বোলার আকিব জাভেদের মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন-

“উমরান মালিক এখনও প্রশিক্ষিত নয়। ১৫০ কিমি গতিবেগে বল করে ঠিকই, কিন্তু শেষের দিকে ১৩৫ কিমিতে তা নেমে আসে।“

পাকিস্তানের হ্যারিসের এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততম ডেলিভারিটি হল ১৫৯ কিমি প্রতি ঘণ্টার। যা তিনি গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে বল করেছিলেন।  অন্যদিকে ২৩ বছর বয়সী ভারতীয় বোলার উমরান মালিক (Umran Malik) দেশের দ্রুততম বোলার। তিনি আইপিএলের একটি ম্যাচে খেলার সময় ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বল করেছিলেন।  আন্তর্জাতিক খেলায় তার দ্রুততম গতি হল ১৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা‌।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জাভেদকে উমরান (Umran Malik) বনাম হ্যারিসের তুলনা করে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, এটা বিরাট কোহলির সঙ্গে বিশ্বের অন্যান্য ব্যাটারদের তুলনার মত ঘটনা। জাভেদ মনে করেন, ১৫০ কিমি গতিবেগের প্রতি ঘন্টায় বল করলেও আখতারের রেকর্ড ভাঙা বেশ কঠিন।

তিনি বলেন,

“উমরান মালিক হ্যারিস রউফের মতো প্রশিক্ষিত এবং ফিট নয়। যদি লক্ষ্য করে দেখা যায়, তাহলে দেখবেন, ওয়ানডেতে মালিক প্রথম স্পেলে প্রায় ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করে।  কিন্তু ৭ বা ৮ তম ওভারে গতি ১৩৮ কিমি প্রতি ঘণ্টায় নেমে আসে। এটাই পার্থক্য। এটা কোহলি এবং বাকি ব্যাটারদের মধ্যে তুলনা করার সমান।

হ্যারিস তার ডায়েট, ট্রেনিং এবং তার লাইফস্টাইল নিয়ে খুবই শৃঙ্খলাবদ্ধ। হ্যারিসের মতো ডায়েট আছে এমন একজন পাকিস্তানি বোলারকে আমি দেখিনি। ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করা আমার কাছে বড় ব্যাপার নয়, কিন্তু পুরো ম্যাচে একই গতিতে বোলিং করা খুবই গুরুত্বপূর্ণ।“

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ভারতের বোলিং ইউনিটকে আরও ক্ষুরধার হয়ে ওঠার পরামর্শ দিলেন পাক প্রাক্তনী

উমরান (Umran Malik) গত কয়েক মাসে দারুণ উন্নতি করেছেন। তিনি লাইন ও লেন্থ বেশ ভালো ভাবেই  বজায় রাখছেন। তার গতিবেগ নজর কেড়েছে। উমরানের এমন পারফরম্যান্স দেখে প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

সম্প্রতি ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি উমরানের (Umran Malik) প্রশংসা করেছেন। শুধু তাই নয়, বেশ কিছু উপদেশও দিয়েছেন তিনি। ভারতীয় দলের এই পেসার বলেন,

“উমরানের অনেক প্রতিভা আছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। আমার তরফ থেকে অনেক শুভকামনা। তবে ওর জন্য আমার একটা উপদেশ আছে, ওর অনেক গতি আছে এবং সেই বল খেলা সহজ নয়। শুধু লাইন এবং লেন্থের দিকে একটু মনোযোগ দিতে হবে। যখন সবকিছু মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, তখন বিশ্বের সেরা বোলারদের মধ্যে একজন হতে পারবে।“

আরও পড়ুনঃ Ravindra Jadeja : তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম‍্যাচে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা