Umran Malik : উমরানের মতো পেসার পাকিস্তানের গলি গলিতে পাওয়া যায়, বিতর্কিত মন্তব্য পাক পেসারের

0
23
Umran Malik : ‘Umran Malik jaise hamaare domestic cricket mein bhare pade hain’, Sohail Khan targets Umran Malik
Umran Malik : ‘Umran Malik jaise hamaare domestic cricket mein bhare pade hain’, Sohail Khan targets Umran Malik

Umran Malik – একের পর এক ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত সব মন্তব্য করেই চলেছেন পাকিস্তানের পেসার সোহেল খান। সাক্ষাৎকার দেওয়া কালীণ ২০১৫ সালের বিশ্বকাপে ভারত – পাকিস্তান ম‍্যাচ চলাকালীন বিরাট কোহলির সাথে তার তপ্ত বিনিময়ে চলেছিলো। এছাড়া তিনি জানিয়েছেন শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সে শোয়েব আখতারের বিকল্প হিসেবে তাকে নিতে চেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে ২০০৮ সালে।

ওই একই সাক্ষাৎকার দেওয়ার সময় সোহেল ভারতের উদীয়মান পেসার উমরান মালিক’কে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, বলেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট মহলে উমরান মালিকের মতো ক্রিকেটারের ছড়াছড়ি। তিনি বলেছেন, (Umran Malik)

“উমরান মালিককে আমার ভালো বোলার বলেই মনে হয়। আমি ১-২ টো ম‍্যাচ দেখেছি। ভালো দৌড়োয়, বাদবাকি সবকিছু ভালো। তবে যদি ১৫০-১৫৫ কিমি প্রতি ঘন্টার বেগে বল করা বোলাররা পেসার, তাহলে এই মুহূর্তে পাকিস্তানে ১০-১২ টা বোলার দেখিয়ে দেবো, যারা টেপ বলে বোলিং করতে পারে এই গতিতে। আমাদের এখানে ট্রায়ালে যান, দেখবেন প্রচুর এমন বোলার পাবেন।”

আরও পড়ুনঃ Joginder Sharma : কেনো জোগিন্দর শর্মাকে বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বল করতে পাঠিয়েছিলেন ধোনি ? এতো বছর পর সামনে এলো কারণ

বর্তমানে ভারতের সবচেয়ে গতিমান বোলার উমরান মালিক। ২০২১ সালের আইপিএলে অভিষেকে নজরকাড়া বোলিং পারফরম্যান্স দিয়েছেন উমরান। ২০২২ সালে আন্তর্জাতিক অভিষেক করেন, যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তার।

এমনিতেই পাকিস্তানে পেসারদের প্রাচুর্যতা চোখে পড়ার মতো। তবে তার মধ্যে সব বোলাররা যে দীর্ঘ মেয়াদের জন্যে খেলেছেন, এমনটা নয়।  (Umran Malik)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বাজনা বাজায় বেশি, অস্ট্রেলিয়া দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারত তারকা