নেপিয়ারে ভারত-নিউজিল্যান্ড সিরিজের (IND vs NZ 2022) শেষ টি টোয়েন্টি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি উমরান মালিক। টিম ইন্ডিয়ায় একমাত্র বদল, ওয়াশিংটন সুন্দরের বদলে হর্ষল প্যাটেল।
এর ফলে চলতি টি ২০ সিরিজের (IND vs NZ 2022) একটিও ম্যাচে খেলার সুযোগ পেলেন না উমরান। ম্যাচে টসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন –
“আমার মনে হয় ৪০ ওভার খেললেও পিচ এক রকম থাকবে। তবে ঘাস থাকায় পেসাররা সাহায্য পাবে। আমাদের বোলিং লাইন আপে স্কিল ভরপুর। আজ একটা বদল আছে দলে, ওয়াশিংটন সুন্দরের বদলে ঢুকছেন হর্ষল প্যাটেল।”
মালিক শেষ বার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনটে টি টোয়েন্টি ম্যাচে ২ টো উইকেট নিয়েছিলেন। (IND vs NZ 2022)
No umran malik hmm @vijaylokapally
— Yasir Lodhi Pathan (@scorpionyasir1) November 22, 2022
Really disappointed with the team selection…Umran Malik should include in this conditions 😥 #INDvsNZ @BCCI @cricbuzz @__EspnCricinfo
— Swarup Ghosh (@Swarup87704010) November 22, 2022
No happy birthday game for umran malik !
— Sandeep_Arora (@Chote_Sardarji) November 22, 2022
I really find it fascinating that India hasn’t included Umran Malik today as well. Harshal Patel replaces Washington Sundar.
— rudy (@rudresh92) November 22, 2022
Unless Umran is injured, I don’t think there is any reason for him to sit out. #NZvIND
Hello coach and captain, is Umran Malik on a sight seeing tour of New Zealand?
— Cricketologist (@AMP86793444) November 22, 2022
২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজরকাড়া বোলিং করার মধ্যে দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন উমরান। একনাগাড়ে দেড়শোর গতিতে বোলিং করেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ টা ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। (IND vs NZ 2022)
সিরিজের (IND vs NZ 2022) শেষ টি টোয়েন্টি ম্যাচে উমরান খেলার সুযোগ না পেলে দারুণ হতাশ হয়ে পরে সোশ্যাল মিডিয়ার জনগন। তীব্র সমালোচনা করছেন তারা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে।
মঙ্গলবার ২৩ এ পা দিয়েছেন উমরান। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। ২২ বছর বয়সী এই পেসার ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার সুযোগ পান কিনা তিনি, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুনঃ IPL 2023 : ধোনি বাছাই করবেন CSK এর পরবর্তী অধিনায়ক
চলতি টি টোয়েন্টি সিরিজে উমরান’কে সুযোগ পেতে না দেখে অবাক হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। নিউজিল্যান্ডের পিচ পেসারদের খুব সাপোর্ট করে। সেখানে নিয়মিত দেড়শো কিমি প্রতি বেগে বোলিং করা উমরান আগুন ঝড়াতো। বরং ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ পেসারকে বিশ্রাম দেওয়া যেতো এমনটা মত বাটের।
নিজের ইউটিউব চ্যানেলের সাম্প্রতিকতম ভিডিওতে বাট বলেছেন –
“যখন ভিন্ন একটা দল খেলতে নিয়ে যাওয়া হচ্ছে। তখন উমরানের মতো একজন জেনুইন ফাস্টবোলার’কে খেলানো উচিত। ভুবনেশ্বর কুমার’কে সন্মান দিয়ে বলছি, ওকে বিশ্রাম দেওয়া উচিত ছিলো।
ও তো কোর টিমের সদস্য। সাইডলাইনে বসে কি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবে উমরান ?”
আরও পড়ুনঃ IPL 2023 : এই সাউথ আফ্রিকান তারকা’কে ক্যাপ্টেন করার পরিকল্পনা সানরাইজার্স হায়দ্রাবাদের