
Umran Malik – শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওডিআই অভিষেক করেছিলেন ভারতের স্পিডস্টার উমরান মালিক। উদীয়মান এই বোলার এদিন ৬৬ রান দিলেও দুটি উইকেট নিয়েছিলেন, তার দুরন্ত গতিতে চাপে ফেলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার’দের।
উমরানের (Umran Malik) আগুনে পেস বোলিং চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ফ্যানেদের। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সময় অনেকেই চেয়েছিলেন উমরান খেলার সুযোগ পাক। কিন্তু উমরান সুযোগ পান শুধুমাত্র নেট বোলার হিসেবে। অবশ্য পরে ভিসা সংক্রান্ত সমস্যার জেরে তার অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে উমরান’কে (Umran Malik) সুযোগ পেতে না দেখে যখন একাংশের সমর্থক’রা হতাশ হয়ে পড়েছিলেন, তখন তার বাবা খুশি এই সিদ্ধান্তে, News 18 কে দেওয়া একটি সাক্ষাৎকারে উমরানের বাবা আব্দুল রশিদ বলেছেন,
“সবাই প্রশ্ন তুলেছিলো উমরান বিশ্বকাপে খেলার সুযোগ পাইনি বলে, কিন্তু আমার মনে হয় এতে ভালোই হয়েছে। যখন যেটা হওয়ার সেটাই হবে।”
Umran's pace has always made him look special on the list of rising talents of the country. But still, he missed out on a spot in India’s T20 World Cup squad.
— News18 CricketNext (@cricketnext) November 26, 2022
Story by @aami_aakashhttps://t.co/LKvLlXSlf6
Always a proud moment to represent your country 🇮🇳
— Umran Malik (@umran_malik_01) November 25, 2022
And ODI debut is one such moment. #TeamIndia pic.twitter.com/rD1zBySToA
আসলে এ ব্যাপারে অনেকটাই প্রাক্টিক্যাল উমরানের (Umran Malik) বাবা। দলে আরও অভিজ্ঞ ক্রিকেটার আছে তার ছেলের তুলনায়, তাদের টপকে এখনই উমরান’কে সুযোগ পেতে হলে আরও পরিশ্রম করতে হবে, সেটা স্পষ্ট তার কাছে, তিনি বলেছেন,
“কোনও তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আমার ছেলে এখনও শিখছে। ড্রেসিংরুমে অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে সময় কাটাচ্ছে। তাদের কাছ থেকে শিখছে। কিসের এতো তাড়া। যারা ওখানে আছেন তারা সকলেই বড়ো মাপের ক্রিকেটার, নিজেদের প্রমাণিত করে ওই জায়গায় পৌঁছেছে। বাকিরা তো সবে নিজেদের পারফরম্যান্সে নজর কেড়ে দলে ঢুকেছে।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ খেলার সুযোগ পায়নি উমরান। বিষয়টি যে ফ্যানেদের হতাশ করেছে, সেটা জানে উমরানের বাবা। তবে সিরিজের প্রথম ওডিআই’তে সুযোগ পেয়ে ছেলে নিজেকে প্রমাণিত করেছে দেখে ভীষণ খুশি তার বাবা। বলেছেন,
“ওডিআই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো ওর কাছে, অভিষেকে খারাপ খেলিনি। আল্লাহ, গোটা দেশের শুভকামনা ওর সাথে ছিলো। সবাই চেয়েছিলো উমরান এবং সঞ্জু স্যামসন’কে খেলানো হোক, সেটা হয়েছে দেখে খুব খুশি আমি।”