স্বপ্নভঙ্গ মহামেডানের, শনিবার যুবভারতীর সাদা কালো দর্শকে ঠাসা গ্যালারির মাঝে ২-১ গোলে মহামেডান’কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইলিগ জয় করলো কেরেলা।
কেরেলার ডিফেন্সিভ মিডফিল্ডার রিশাদ পিপি, ম্যাচের ৪৯ মিনিটে গোল করে স্টেডিয়ামে উপস্থিত ৩৫,০০০ এর অধিক মহামেডানের দর্শকদের স্তব্ধ করে ম্যাচে এগিয়ে দেয় গোকুলাম’কে। কিন্তু ৫৬ মিনিটেই ফের চাঙ্গা হয়ে ওঠে মহামেডানের দর্শকরা, মার্কাস জোসেফের নেওয়া দুর্দান্ত ফ্রিকিক থেকে সাদা কালো’দলকে সমতায় ফেরান আজহারউদ্দিন মল্লিক।
কিন্তু মহামেডানের এই উল্লাস বেশি সময়ের জন্য স্থায়ী হয়নি, ৬১ মিনিটে মাজেনের বাড়ানো পাস এমিল বেনি প্রায় ফাঁকা সাদা কালো রক্ষণের সুযোগ নিয়ে গোল করে ম্যাচে ফের এগিয়ে দেয় গোকুলাম’কে।
আরও পড়ুনঃ IPL 2022 : কেন উইলিয়ামসন’কে হায়দ্রাবাদের ক্যাপ্টেন্সি ছাড়তে বললেন শেহবাগ !
GOKULAM KERALA FC 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆 OF HERO I-LEAGUE 2021-22#GKFCMDSP ⚔️ #HeroILeague 🏆 #LeagueForAll 🤝#IndianFootball ⚽ pic.twitter.com/3nUDycYC7n
— Hero I-League (@ILeagueOfficial) May 14, 2022
🤩 THAT WINNING MOMENT 🤩@GokulamKeralaFC 👏👏👏#GKFCMDSP ⚔️ #HeroILeague 🏆 #LeagueForAll 🤝 #IndianFootball ⚽ pic.twitter.com/i9mK9WhOKV
— Hero I-League (@ILeagueOfficial) May 14, 2022
আইলিগে’র যুগে কোনও দল কখনও আইলিগ ডিফেন্ড করতে পারেনি, তাই এদিন টানা দ্বিতীয় বারের মতো আইলিগ জয় করে এই নজির স্থাপন করে দেখালো গোকুলাম কেরেলা। ইস্টবেঙ্গল এই রেকর্ড গড়েছিলো আইলিগের পূর্বসূরি জাতীয় লিগের সময়, ২০০২-০৩ এবং ২০০৩-০৪ মরশুমে টানা দুই বার জাতীয় লিগ জিতে।
আরও পড়ুনঃ BIG BREAKING : গাড়ি দূর্ঘটনায় প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার Andrew Symonds