সাউথ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি চ্যালেঞ্জের পরিচিত মুখ তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক, এমন দারুণ পারফরম্যান্সের সুবাদে আসন্ন ভারত সফরের স্কোয়াডে সুযোগ পেলেন ট্রিস্টান স্টাবস। জুন মাসে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়া’স রা। পূর্ণ শক্তিশালী দল নিয়ে ভারতে আসছে তেম্বা বাভুমা নেতৃত্বাধীন সাউথ আফ্রিকার দল।
গতবছর নভেম্বর মাসের পর দেশের হয়ে খেলতে নামেননি আনরিখ নরকিয়ে, স্কোয়াডে ফিরলেন তিনি’ও।
এবারের দল নিয়ে দারুণ আশাবাদী সাউথ আফ্রিকার নির্বাচন কমিটির আহ্বায়ক ভিক্টর মিপিটসাঙ। তিনি বলেছেন,
“দীর্ঘ সময় এতো শক্তিশালী সাউথ আফ্রিকার স্কোয়াড দেখিনি আমি। দলের অধিকাংশ ক্রিকেটারেরা আইপিএলে খেলার সূত্রে তৈরী থাকবে, পাশাপাশি তাদের অভিজ্ঞতা দারুণ ভাবে সাহায্য করবে এক্ষেত্রে। আনরিখ নরকিয়ে’র দলে ফেরাটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। গোটা নির্বাচন কমিটি এবং আমি, সবাই মিলে মুখিয়ে আছি বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি স্কোয়াডের বিরুদ্ধে আমাদের ছেলেরা কি করে দেখায় তার জন্য।”
ইতিমধ্যে মিটেছে সাউথ আফ্রিকার কোচ মার্ক বাউচার’কে নিয়ে তৈরী হওয়া যাবতীয় বিতর্ক। ২০২৩ এর বিশ্বকাপ অবধি দলের দায়িত্বে আছেন তিনি। তার কোচিংয়ে বাভুমা নেতৃত্বাধীন সাউথ আফ্রিকা ক্রিকেট দল কি করে দেখায় নজর থাকবে সেদিকে।
ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল#cricket #SA #IND #INDvSA pic.twitter.com/P3kaTFeux3
— On Playgrounds (@OnPlaygrounds1) May 17, 2022
Squad: Temba Bavuma, Quinton de Kock, Reeza Hendricks, Heinrich Klaasen, Keshav Maharaj, Aiden Markram, David Miller, Lungi Ngidi, Anrich Nortje, Wayne Parnell, Dwaine Pretorius, Kagiso Rabada, Tabraiz Shamsi, Tristan Stubbs, Rassie van der Dussen, Marco Jansen.
আরও পড়ুনঃ IPL 2022 : নিজে শূন্য রানে আউট হলেও হারের জন্যে ব্যাটার’দের দুষলেন পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক !