BAN vs IND 2022 : কঠিন সময় অশ্বিনের থেকে সেরাটা বের করে আনে, সতীর্থ প্রশংসা কার্তিকের মুখে

0
18
Tough times bring out the best in Ashwin, praises teammate Karthik after BAN vs IND 2022 Test Series win
Tough times bring out the best in Ashwin, praises teammate Karthik after BAN vs IND 2022 Test Series win

BAN vs IND 2022 – বড়দিনে ঢাকায় কঠিন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে যে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেললেন রবিচন্দ্রন অশ্বিন। তার ভূয়সী প্রশংসা করেছেন অভিজ্ঞ উইকেট কিপার – ব্যাটার দীনেশ কার্তিক। ৩৬ বছর বয়সী এই তারকা ভারতীয় অলরাউন্ডারের প্রশংসা করে দীনেশ কার্তিক বলেন, যেকোনো ম‍্যাচ কঠিন সময়টাই অশ্বিনের থেকে তার সেরাটা বের করে আনে।

বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নেমে একটা সময় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারতীয় দল। কিন্তু পরবর্তী সময় অষ্টম উইকেটে অশ্বিন (৪২*) এবং শ্রেয়স আইয়ার (২৯*) মিলে দেশের জয় নিশ্চিত করে। দুজনে ৮ উইকেটে জুঁটিতে ৭১ রান জুড়েছিলেন। তিন উইকেটে ম‍্যাচ জেতার সুবাদে ভারত ২-০ ব‍্যবধানে এই টেস্ট সিরিজ জিতে নিলো। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : “ইডলি এবং সাম্বার বরাবর ভালো কম্বো” : অশ্বিন – আইয়ার প্রশংসায় পঞ্চমুখ ফ‍্যানেরা

ম‍্যাচে ভারতের ব‍্যাটিং পারফরম্যান্স নিয়ে আলোচনা করার সময় কার্তিক বলেছেন, ভারতের এই ম‍্যাচ জেতা কঠিন হয়ে যেতো যদি অশ্বিন তাড়াতাড়ি আউট হয়ে যেতো। Cricbuzz কে আলোচনায় অশ্বিন বলেছেন –

“আক্সার প‍্যাটেল আউট হয়ে যাওয়ার পর বুঝেছিলাম অশ্বিন শেষ ভরসা। তবে আমার অশ্বিনের উপর বিশ্বাস ছিলো, কারণ এই ভারতীয় দলে ওই একমাত্র ক্রিকেটার যে জানে কিভাবে চাপের মধ্যে খেলতে হয়। ও যখন কোনও রেগুলার ব‍্যাটসম‍্যানের সাথে ব্যাট করে, তখন নিজের সেরাটা দিতে পারে। টেস্টে চাপের মুখে ও ভীষণ ভালো খেলে। ওকে এরকম ব্যাট করতে দেখে ভীষণ ভালো লেগেছে।”

অবশ্য অশ্বিন এক রানে ব‍্যাট করছিলেন, তখনই তার আউট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিলো। মেহেদী হাসান মিরাজের ইনসাইড এজ একটি ডেলিভারিতে ক‍্যাচ তুলে দেন তিনি, কিন্তু শট লেগে দাড়িয়ে থাকা মোমিনুল হক সেই ক‍্যাচ নিতে পারেননি। এই ক‍্যাচ ফস্কানোর মাশুল গুনতে হলো বাংলাদেশকে, এই ম‍্যাচ হেরে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রাহুলের এবার বসা ছাড়া গতি নেই, মত প্রাক্তন ভারত তারকার