
IND vs SL 2023 – ঋষভ পন্তের গাড়ি দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়ের তকমা দিয়েছেন হার্দিক পান্ডিয়া। জানিয়েছেন কারোর এসব ব্যাপারে কোনও নিয়ন্ত্রন থাকেনা।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ। অবশ্য পন্তের সেই সফরের দলে সুযোগ হয়নি। কিন্তু তার যা বর্তমান শারীরিক পরিস্থিতি, তাতে এরপর ভারত – অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ এবং আইপিএলে অংশগ্রহণ করা নিয়েও প্রশ্ন উঠছে এখন। (IND vs SL 2023)
গত ৩০ শে ডিসেম্বর দিল্লি – দেরাদূন হাইওয়েতে গাড়ি দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন ঋষভ পন্ত। এইমুহুর্তে দেরাদূনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলছে ঋষভ পন্তের। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবিষয় সাংবাদিক সম্মেলনে নিজের ব্যক্তিগত মতামত রেখেছেন। তিনি বলেছেন – (IND vs SL 2023)
“দেখুন যেটা হয়েছে সেটা অত্যন্ত দূর্ভাগ্যের একটা বিষয়। এসব বিষয় কারোর কোনও রকম নিয়ন্ত্রণ থাকেনা। আমরা দলের সকলেই মনে প্রানে প্রার্থনা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক পন্ত। আমাদের ভালোবাসা এবং প্রার্থনা সব সময় ওর সাথে আছে। সবাই চায় খুব দ্রুত সেরে উঠুক পন্ত।”
দল পন্তের অনুপস্থিতি টের পাবে বলেই মনে করেন হার্দিক পান্ডিয়া। ও ক্রিকেটার এমন মানের। তবে এই সময় বেশ কিছু নতুন ক্রিকেটার নিজেদের জাহির করার সুযোগ পাবে বলেই মনে করেন হার্দিক। ২৯ বছর বয়সী এই ভারতীয় অলরাউন্ডারের বক্তব্য –
“ঋষভ পন্ত আমাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে এখন সবাই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল, যারা এবার সুযোগ পাবে তারা তাদের নিজেদের প্রতিভা দেখাক। পন্ত এই দলে থাকলে একটা আলাদা ব্যাপার হতো। কিন্তু এখন আমাদের ভবিষ্যৎ এর দিকে দেখা ছাড়া আর কোনও উপায় নেই।”
Rishabh Pant shifted from ICU to private suite amid infection scare
— ANI Digital (@ani_digital) January 2, 2023
Read @ANI Story | https://t.co/Ad0nz1XxwK#RishabhPant #RishabhPantCarAccident #cricket #TeamIndia pic.twitter.com/ahlcF6TlrF
আরও পড়ুনঃ Messi: কবে PSG তে ফিরছেন মেসি ? জানালেন তার ক্লাবের কোচ
গত বছর সীমিত ওভারের ক্রিকেটে তেমন বিশেষ কোনও প্রভাব বিস্তার করতে না পারলেও লাল বলের ক্রিকেটে দুর্দান্ত খেলেছিলেন ঋষভ পন্ত।
India T20Is squad for IND vs SL 2023 :
Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.
আরও পড়ুনঃ Shreyas Iyer : সচিন তেন্ডুলকরের সাথে প্রথম দেখা করার অভিজ্ঞতা জানালেন শ্রেয়স আইয়ার