
চলতি টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) শেষ চার ম্যাচে জয় পেয়ে দারুণ প্রত্যাবর্তন টাই রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে খেলতে নামার আগে আত্মবিশ্বাস দিচ্ছে পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম’কে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন পাকিস্তানের অধিনায়ক।
এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) একেবারে মোক্ষম সময় প্রত্যাবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট দল। টানা চার ম্যাচ জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে তারা। সেমিফাইনালে হারিয়েছে এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার নিউজিল্যান্ড’কে।
One day before the final 🇵🇰🏴
— Pakistan Cricket (@TheRealPCB) November 12, 2022
📍 The MCG's fan zone#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/axjKYDBKyf
Pakistan and England have scaled the heights to reach the #T20WorldCup final 💥
— T20 World Cup (@T20WorldCup) November 12, 2022
Who will come out on top at the MCG? 🏆 pic.twitter.com/ipEmOf3idK
“যেভাবে দল শেষ চার ম্যাচ জিতে একটা দারুণ প্রত্যাবর্তন করেছে, এখন সেই বিষয়টাই আত্মবিশ্বাস দিচ্ছে আমাদের। আমরা সবাই ফাইনালে খেলতে নামার জন্যে মুখিয়ে আছি। ফাইনালে ভালো কিছু করার জন্যে দারুণ আশাবাদী আমরা। আশা রাখছি, ফলাফল ভালো হবে।”
ম্যাচের আগে প্রতিপক্ষ ইংল্যান্ড’কে সমীহ করার সুর বাবরের গলায়। বাটলারদের দরাজ সার্টিফিকেট দিয়ে পাকিস্তান অধিনায়ক বলেছেন, তারা ফাইনালে (T20 World Cup 2022) ইংল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা মাফিক এগোনোর চেষ্টা করবেন। তার বক্তব্য –
“আমার মতে ইংল্যান্ড এখন সেরা দল। আমরা ওদের বিরুদ্ধে এবছর সিরিজ খেলেছি। সেখানে দুই দলে দারুণ টক্কর হয়েছিলো। ইংল্যান্ডের দলে বেশ শক্তিশালী ক্রিকেটারে ঠাসা। আমরা আমাদের পরিকল্পনা মাফিক খেলার চেষ্টা করবো।”
ফাইনাল ম্যাচের আগে (T20 World Cup 2022) সাপোর্টারদের প্রশংসা শৈনা গেছে বাবরের গলায়। তিনি বলেন –
“আমরা যখনই মাঠে খেলতে নামি না কেনো, তাদের সাপোর্টের অভাব হয়না, তাই তাদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর আমরা।”
আরও পড়ুনঃ Vijay Hazare Trophy : বিজয় হাজারের শুরু’তে মুম্বইয়ের কাছে লজ্জার হার হজম বাংলার
বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ। তবে যে বিষয় নিয়ন্ত্রণ হাতে নেই, তা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কারণ দেখছেন না বাবর, তার বক্তব্য –
“আমরা বৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করছিনা। সমস্ত ভাবনা ম্যাচে ফোকাস করার উপর। গোটা ম্যাচ হোক, সেটা আশা রাখছি, বৃষ্টিতে ভেস্তে যাক, সেটা চাইনা।”
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবারের টি ২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান – ইংল্যান্ড। দুই দল ইতিমধ্যে একবার করে টি ২০ বিশ্বকাপ জিতেছে। ২০০৯ সালে শ্রীলঙ্কা’কে হারিয়ে জিতেছিলো পাকিস্তান, ২০১০ সালে অস্ট্রেলিয়া কে হারিয়ে জেতে ইংল্যান্ড। কোন দেশ এবার দুই নম্বর শিরোপা টা জেতে এখন সেটাই দেখার বিষয়।