PAK vs ENG 2022 : লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, তাই লিচের টাকে বল ঘষলেন রুট ! দেখুন সেই ভাইরাল ভিডিও

0
29
The use of saliva is prohibited, so Joe Root rubs the ball on Jack Leech’s head on PAK vs ENG 2022 Series
The use of saliva is prohibited, so Joe Root rubs the ball on Jack Leech’s head on PAK vs ENG 2022 Series

আইসিসি’র কড়া নির্দেশ অনুযায়ী বলে আর লালা ব্যবহার করার নিয়ম নেই। (PAK vs ENG 2022) তাই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে, বল পালিশ করতে নয়া উপায় বের করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। সতীর্থ স্পিনার জ্যাক লিচের টাকে বল ঘষতে দেখা গেল তাকে। যে ভিডিও বর্তমানে সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে দারুন ভাইরাল হয়ে গিয়েছে। রুটের কীর্তি দেখে হেসে খুন হয়েছেন ধারাভাষ্যকার’রাও।

কার্যত, রাওয়ালপিণ্ডি’র যে পিচে পাকিস্তান-ইংল্যান্ডের প্রথম টেস্ট হচ্ছে, তা ক্রিকেট খেলার পিচ, নাকি জাতীয় সড়কের কংক্রিট রাস্তা, তা রীতিমতো বোঝা দায়। বোলার’দের জন্য পিচে ছিঁটেফোটা কিছু নেই। দারুন ভাবে ব্যাটিং সহায়ক এই পিচে প্রথম ইনিংসে পাকিস্তানের বোলার’দের উপর দারুন চাপ সৃষ্টি করেছিলেন ইংরেজ ব্যাটার’রা। একইভাবে জেমস অ্যান্ডারসন ও ইংরেজ বোলার’দের শাসন করেছে পাকিস্তান। ((PAK vs ENG 2022))

প্রথম উইকেটে ২২৫ রান যোগ করেন আবদুল্লা শফিক এবং ইমাম-উল-হক। কিছুক্ষণ পর দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

তারইমধ্যে ৭২ তম ওভারের শুরুতে এক উদ্ভট কাণ্ড করেন রুট। কে বল করবেন, তা নির্ধারণের সময় লিচের মাথায় বল ঘষতে থাকেন রুট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দারুন ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও’তে দেখা গিয়েছে, লিচের মাথায় বল ঘষছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিছুক্ষণ বল ঘষার পর ইংল্যান্ড স্পিনারের মাথায় টুপি পরিয়ে বল দেখতে-দেখতে চলে যান রুট। তারপর নিজের জামাতেও বল ঘষতে থাকেন। ((PAK vs ENG 2022))

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বিমান বিভ্রাটে নাজেহাল চাহার, বিনা লাগেজেই পৌঁছলেন ঢাকায় !

সেই দৃশ্য দেখে হাসতে থাকেন ধারাভাষ্যকার’রা। কমেন্ট্রি বক্সে থাকা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেন, “আমার মনে হয়, লিচের টাকে ঘষে বল পালিশ করছে রুট।” সে কথা শুনে হেসে ফেলেন নাসেরের সতীর্থ ধারাভাষ্যকার’রাও। একজন বলেন, “এটা চরম।” নাসের আবার মজা করে বলেন, “ওরা আমার দিকে তাকায়নি। আমার দিকে তাকাবেও না।” ((PAK vs ENG 2022))

এরপর এক ধারাভাষ্যকার আবার বলেন –

“অত্যন্ত বুদ্ধিমানের কাজ (করেছে রুট)। দুর্দান্ত। কারণ এখন বলে লালা (করোনাভাইরাসের কারণে ১ লা অক্টোবর থেকে নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি) ব্যবহার করা যায় না। পরীক্ষায় দেখা গিয়েছে, বল পালিশ করার ক্ষেত্রে লালার থেকে ঘাম অনেক বেশি কার্যকরী। কিন্তু আমি কখনও ভাবিনি যে বল পালিশের জন্য এটা ব্যবহার করা হবে।”

আরও পড়ুনঃ Mumbai Indians : এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন দলের গুরুদায়িত্ব এই দুই বিদেশী তারকা’কে দিয়ে সকলের নজর কাড়লো মুম্বাই ইন্ডিয়ান্স