বর্নময় “প্রো রেসলিং” কেরিয়ারে ইতি টানতে চলেছেন রে মিস্টিরিও। আগামী পয়লা জুন “মনডে নাইট র” তে আনুষ্ঠানিকভাবে রেসলিং কেরিয়ারের যবনিকাপাত করতে চলেছেন এই তারকা রেসলার।
আজ নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গোটা বিষয়টি জানিয়েছে ‘ডাব্লিউ ডাব্লিউ ই’ কর্তৃপক্ষ।প্রসঙ্গত, মিস্টিরিও ‘র অবসর গ্রহনের অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আরেক তারকা রেসলার সেথ রলেন্স এর হাতে।

১৯৮৯ সালে মেক্সিকো’তে নিজের রেসলিং কেরিয়ার শুরু করেছেন রে। যার প্রকৃত নাম অস্কার গুইতারেজ। দীর্ঘ বর্নময় কেরিয়ারে তিনি তার ভক্তদের উপহার দিয়েছেন নানান স্মরণীয় ম্যাচ। তার “619” মুভটি আজীবন মনে রাখবে তার ভক্তগন। প্রসঙ্গত, গত ১১ ই মে’ র পর থেকে আর রেসলিংয়ের আঙিনায় দেখা যায়নি রে’ কে, সেথ রোলিন্সের সাথে লড়াইয়ে চোখে চোট পেয়েছিলেন তিনি।