Border-Gavaskar Trophy, 1st Test – জাদেজার মলম কান্ডে রায় ঘোষণা করলো আইসিসির ম‍্যাচ রেফারি 

0
99
The ICC match referee announced the verdict in Jadeja's ointment case in Border-Gavaskar Trophy, 1st Test
The ICC match referee announced the verdict in Jadeja's ointment case in Border-Gavaskar Trophy, 1st Test

Border-Gavaskar Trophy, 1st Test – বর্ডার গাভাস্কার ট্রফি শুরুর আগের থেকেই অস্ট্রেলিয়ার সংবাদ মাধ‍্যম একের পর এক হাঙ্গামা বাঁধিয়ে রেখেছে। তাদের অভিযোগের ডালপালা এতোটাই বিস্তৃত হয়েছে যে খোদ আইসিসির ম‍্যাচ রেফারির কাছে পৌঁছে গেছে।

নাগপুর টেস্টের প্রথম দিনের ঘটনা। একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিলো যেখানে ভারতের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে তার বা হাতে আঙুলে কিছু একটা লাগাতে দেখা যায়। মহম্মদ সিরাজের থেকে কিছু একটা নিয়ে আঙুলে মেখেছিলেন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার সংবাদ মাধ‍্যম বল বিকৃতির অভিযোগ তোলে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে। ঘটনাটা আলাদ মাত্রা নেয় যখন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক টিম পেইন বিষয়টিকে “কৌতূহলী” বলে শেয়ার করেন। অবশ্য ওই সময় তিরিশ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, এরমধ্যে ছিলো মার্নুস লাবুসানে এবং স্টিভ স্মিথের বড় উইকেট। (Border-Gavaskar Trophy, 1st Test)

বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে (Border-Gavaskar Trophy, 1st Test) আইসিসির ম‍্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ডেকে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাকে, এবং সেই ঘটনার ক্লিপ দেখান তাদের দুজনকে।

ESPNCricinfo এর রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের তরফে বলা হয়ে রবীন্দ্র জাদেজা হাতে খানিকটা পেন রিলিফ ক্রিম মেখেছিলেন, সেটা ছাড়া আর কিছু নয়। অবশ্য পাইক্রফ্ট কোনও বড়ো শাস্তি দিচ্ছেন না জাদেজাকে। আসলে তার উদ্দেশ্য ছিলো ঘটনা সম্পর্কে রবীন্দ্র জাদেজাকে ওয়াকিবহাল করা। কোনও শাস্তির মুখে পড়তে হচ্ছে না জাদেজাকে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রোহিতের সেঞ্চুরি, জাদেজা, আক্সারের হাফ সেঞ্চুরি, টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে ভারত 

এরপর জাদেজা আরো দুটো উইকেট নেন। তিনি তুলে নেন পিটার হ‍্যান্ডসকম্ব এবং টড মার্ফির উউইকেট। ৪৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। এই ম‍্যাচের আগে দীর্ঘ ছয় মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন জাদেজা, ২০২২ সালে আগষ্ট মাসে এশিয়া কাপে খেলাকালীণ হাঁটুতে চোট পান তিনি।

জাদেজার এমন বোলিং দাপটে প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি তিন উইকেট নিয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

পরবর্তী সময়ে ব‍্যাট করতে নেমেও অসামান্য ব‍্যাট করেছেন জাদেজা। আক্সার প‍্যাটেলের সাথে জুঁটিতে রেকর্ড ভেঙেছেন তিনি নাগপুরের ভিসিএ মাঠে। এই মাঠে অষ্টম উইকেটে জুঁটিতে সবচেয়ে বেশী রান করার রেকর্ড ছিলো জাহির খান এবং ঋদ্ধিমান সাহার, ২০১০ সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ রানের পার্টনারশিপ জুড়েছিলেন দুজনে, এখনো অবধি জাদেজা এবং আক্সার জুড়েছেন ৮১ রান। নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর – ৩২১ রান ৭ উইকেটে। এর সুবাদে টিম ইন্ডিয়া লিড নিলো ১৪৪ রানের। ক্রিজে অপরাজিত আক্সার প‍্যাটেল (৫২) এবং রবীন্দ্র জাদেজা (৬৬)।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : বেশি রক্ষণাত্মক খেলতে গিয়ে ডুবলো রাহুল, মত হরভজন সিংয়ের