
বুধবার অন্যমাত্রায় পৌঁছলো ইস্টবেঙ্গল সমর্থক কূল বনাম ক্লাব কর্তৃপক্ষের বিবাদ। ২১ শে জুলাই বিক্ষোভের দিন প্রদর্শনের হিসেবে অনেক আগেই ঘোষণা করেছিলো লাল হলুদের বিভিন্ন ফ্যান ক্লাব গুলো।
তীব্র গন্ডগোলের আঁচ পেয়ে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মজুদ ছিলো লাল হলুদ শিবিরের চত্বরে। বেলা একটা নাগাদ ক্রমশ প্রতিবাদী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে জমায়েত করা শুরু করে ক্লাব চত্বরে।
আরও পড়ুনঃ TOKYO OLYMPICS : জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বোধন হবেনা টোকিও অলিম্পিকের
বিক্ষোভ পরিস্থিতি পরবর্তী সময়ে বদলে যায় হাতাহাতিতে। পরিস্থিতি নিয়ণ্ত্রনে আনতে পরবর্তী সময়ে বেশ কিছু বিক্ষোভ কারীদের গ্রেফতার করে পুলিশ।
গত শুক্রবার ইস্টবেঙ্গল কর্মকর্তাদের তরফে জানানো হয়েছিল শ্রী সিমেন্টের তরফে পাঠানো নতুন চুক্তিপত্রে সই করবেননা তারা। যার জেরে আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএলের খেলা যাবতীয় সম্ভাবনা শেষ বলেই ধরা হয়। পাশাপাশি অন্যান্য ফুটবল টুর্নামেন্ট গুলো’তেও লাল হলুদ শিবিরের খেলা ঘিরে তৈরী হয় প্রশ্নচিহ্ন। বিষয়টা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অগণিত ইস্টবেঙ্গল সমর্থক’রা। তারই প্রতিফলন আজ দেখা গেলো লাল হলুদ শিবিরে।
আরও পড়ুনঃ ENG VS IND : ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করলো ইংল্যান্ড, দলে ফিরলেন বেন স্টোকস