Suryakumar Yadav – গোটা বছর যেভাবে সকল তার পাশে ছিলেন, তার জন্যে ধন্যবাদ জানালেন সূর্য কুমার যাদব। ট্যুইট করে তিনি বলেছেন –
“২০২৩ সালে পা রাখার আগে আমি ধন্যবাদ জানাই সকলকে, আমার পাশে থাকার জন্যে। তাদের ভালোবাসা কখনও ভুলবোনা। খুব ভালোবাসা এসবের জন্যে।সবাইকে নতুন বছরের অভিনন্দন।”
২০২২ সালে টি টোয়েন্টি ক্রিকেটে সূর্য কুমার যাদবের অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম।
India News Sports এর আলোচনায় সাবা করিম ব্যক্ত করেছেন, কেন বাদবাকি দল গুলোর সূর্যের থেকে টি টোয়েন্টিতে খেলাটা শেখা উচিত। করিম বলেছেন সংশ্লিষ্ট ফর্ম্যাটের একজন কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, কিন্তু দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজেকে ইতিমধ্যে সেই জায়গায় নিয়ে গেছেন সূর্য। (Suryakumar Yadav)
করিম বলেছেন –
“নিজের দারুণ ব্যাটিং পারফরম্যান্স দিয়ে সূর্য কুমার যাদব টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট করার একটি নতুন পন্থা এনেছেন। এই প্রথম কোনও ভারতীয় ব্যাটারের থেকে অন্যান্য দল গুলো শেখার চেষ্টা করছেন ব্যাট করার। এতোদিন আমরা এব্যাপারে এবি ডি ভিলিয়ার্সের উদাহরণ দিতাম, আর এখন সূর্য দেখিয়ে দিচ্ছেন টি টোয়েন্টিতে কিভাবে ব্যাট করতে হয়।”
As we enter the year 2023, with unexplainable gratitude in my heart, I thank you for all the love and support you have showered upon me this year ♥️
— Surya Kumar Yadav (@surya_14kumar) December 31, 2022
Here’s hoping for an even greater year ahead, wishing you all a very happy new year 🤩 pic.twitter.com/mu44f5Mz41
এবছর ভারতের হয়ে টি টোয়েন্টিতে দাপুটে ব্যাটিং জারি আছে সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav)। এই মুহূর্তে এই ডান হাতি ব্যাটার বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার। এবার আইসিসির বর্ষসেরা পুরুষ টি ২০ ক্রিকেটারের জন্যে মনোনীত হলেন সূর্যকুমার যাদব। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার এবছর দারুণ খেলেছিলেন টি টোয়েন্টিতে। এই মুহূর্তে এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার তিনি।
২০২২ সালে ৩১ টা টি টোয়েন্টি খেলেছিলেন সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেছেন তিনি। মেরেছেন ৬৮ টা ছক্কা, দুটো সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। সূর্য কুমার যাদবের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন স্যাম কারাণ, সিকান্দার রাজা এবং মহম্মদ রিজওয়ান। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সূর্য কুমার যাদবকে।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারত খেলার উদ্দেশ্য রওনা দিলো শ্রীলঙ্কার ক্রিকেট দল, দেখুন ভিডিও