IND vs SL 2023 : সিরিজের শেষ তথা মরণ-বাঁচন ম্যাচ খেলতে রাজকোটে পৌঁছল হার্দিক বাহিনী, দেখুন সেই ভিডিও

0
23
Team India reached Rajkot to play the last match of the IND vs SL 2023 T20 series
Team India reached Rajkot to play the last match of the IND vs SL 2023 T20 series

IND vs SL 2023 : বর্তমানে ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL 2023) মধ্যে চলছে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। এই মুহূর্তে তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচের শেষে দুই দলই ১-১ সমতায় রয়েছে। আগামী শনিবার রাজকোটে অনুষ্ঠিত হবে সিরিজের নির্ধারক তথা তৃতীয় টি-২০ ম্যাচ এই ম্যাচটা যারা জিতবে তাদের হাতেই উঠবে বিজয়ীর ট্রফি। তাই শনিবারের এই ম্যাচ দুই দলের জন্যই অ্যাসিড টেস্ট হতে চলেছে।

আসন্ন এই ম্যাচ খেলতে শুক্রবার অর্থাৎ আজ কয়েক ঘণ্টা আগেই রাজকোটে পৌঁছে গেছে হার্দিক নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আর সেখানে পৌঁছেই সুন্দর নৃত্য পরিবেশন, ফুলের মালা এবং উচ্ছ্বসিত ভক্তদের জনজোয়ার দ্বারা আমন্ত্রিত হয়েছে সকলে। যার ভিডিও বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কড়া হয়েছে ইতিমধ্যেই। (IND vs SL 2023)

প্রসঙ্গত, চলতি সিরিজের প্রথম ম্যাচটি ২ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দপতন ঘটে তাদের। পুনেতে অনুষ্ঠিত এই ম্যাচে শুক্রবার ১৬ রানে হেরে যায় হার্দিক পান্ডিয়ার দল। এবার হার্দিক পান্ডিয়া তার অধিনায়কত্বে টানা তৃতীয় সিরিজ জিততে চাইবেন।

গত বছর আয়ারল্যান্ড সফরে ২ ম্যাচের সিরিজ ২-০ ব্যাবধানে জিতেছিল ভারত। এরপর নিউজিল্যান্ডে তারা ৩ ম্যাচের টি-২০ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয়। (IND vs SL 2023) সিরিজের এই শেষ ম্যাচ যেখানে খেলা হবে, সেই রাজকোটে এখনও পর্যন্ত যদি ভারতের রেকর্ড দেখা হয়, তাহলে দেখা যাবে যে এখানে টিমের রেকর্ড যথেষ্ট ভালোই। এখানে অনুষ্ঠিত হওয়া ৪ টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে টিম ইন্ডিয়া।

ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা সবসময় সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। (IND vs SL 2023)

শনিবার অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টস জয়ী দলের অধিনায়ক, প্রতিপক্ষ’কে আগে ব্যাট করতে পাঠাতে পারেন। এই বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে দ্বিতীয় ব্যাট করে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।

কার্যত, শনিবার অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় টি-২০ ম্যাচের (IND vs SL 2023) সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৩৯ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোনও সম্ভাবনা নেই। ম্যাচের সময় ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

ভারত বনাম শ্রীলঙ্কার টি-২০ লড়াইয়ে বিপক্ষ দেশটির থেকে কয়েক মাইল এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের জন্য মাঠে নামার আগে এই দুই দল মোট ২৮ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে ভারত জিতে নিয়েছে ১৮টি ম্যাচ। অন্যদিকে, ৯টি ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা দল। ১টি ম্যাচের কোন ফলাফল পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : এরম করলে আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিতই নয়, অর্শদীপকে কড়া কথা শোনালেন গম্ভীর

এবার জেনে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ – (IND vs SL 2023)

India predicted playing xi for IND vs SL 2023 3rd T20 :

ইশান কিষাণ (উইকেটরক্ষক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।

Sri Lanka predicted playing xi for IND vs SL 2023 3rd T20 :

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা।

আরও পড়ুনঃ PAK vs NZ : সরফরাজের সেঞ্চুরি’তে লজ্জার হার বাঁচালো পাকিস্তান, ড্র হল শেষ টেস্ট