IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে পুণে পৌঁছে গেলো টিম ইন্ডিয়া, দেখুন ভিডিও 

0
18
Team India reached Pune to play the 2nd T20 match of IND vs SL 2023 Series
Team India reached Pune to play the 2nd T20 match of IND vs SL 2023 Series

IND vs SL 2023 – মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম‍্যাচে জেতার পর বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচ খেলতে পুণেতে পৌঁছে গেলো ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব টিম বাস ছেড়ে হোটেলের পথে ঢুকতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে।

প্রথম ম‍্যাচে হার্দিক পান্ডিয়ার আইপিএল চ‍্যাম্পিয়ান গুজরাট টাইটান্স দলের নতুন সদস্য শিবম মাভি ম‍্যাচে চার উইকেট নিয়ে নজর কাড়লেন। শেষে আক্সার প‍্যাটেলের রুদ্ধশ্বাস শেষ ওভারের বোলিং দিয়ে শ্রীলঙ্কা’কে ২ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম‍্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। (IND vs SL 2023)

টসে জিতে ভারতকে ব‍্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম দিকে ইশান কিষাণ (২৯ বলে ৩৭ রান) এবং ‌অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৭ বলে ২৯ রান) পরবর্তী সময়ে দীপক হুডা এবং আক্সার প‍্যাটেলের ৬৮ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৬২ রান তোলে ভারত। পরবর্তী সময়ে দাপুটে পারফরম্যান্স দেয় ভারতীয় ক্রিকেট দলের বোলাররা।

অভিষেক ম‍্যাচে নজ‍রকাড়া বোলিং করেন শিবম মাভি, ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওভারে ধনঞ্জয় ডি’সিলভা এবং পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন মাভি। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চারিথ আসালাঙ্কার উইকেট নিজের দখলে রেখেছিলো এই অভিষেক করা টি টোয়েন্টি বোলার। এছাড়া উমরান মালিক এবং হর্ষল প‍্যাটেল দুটো করে উইকেট নেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে বেশ কিছু ঝূঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গেছিলো ভারত অধিনায়ক হার্দিক’কে। খেলা শেষে হার্দিক জানিয়েছেন তিনি নিজে এবং দলকে এরকম পরিস্থিতির মধ্যে দেখতে চান, যেখানে নিজেদের পরীক্ষার মধ্যে ফেলা যায়।

সংশ্লিষ্ট ম‍্যাচে হার্দিক পান্ডিয়ার কোটার তিন ওভার বোলিং করার পর পায়ের পেঁশিতে চোট পান। পরবর্তী সময়ে মাঠে ফিরলেও শেষ ওভার বোলিং করতে পারেননি তিনি। বরং হার্দিক সংশ্লিষ্ট ওভারে ঝুঁকি নিয়ে বোলিং করতে পাঠান আক্সার প‍্যাটেল’কে, তখন ভারতের ম‍্যাচের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৩ রানের। (IND vs SL 2023)

শুরুটা বিরাট চাপের মধ্যে করেন আক্সার। প্রথম তিন বলে আট রান দিয়ে বসেন তিনি। এরমধ্যে ওভারের তৃতীয় বলে চামিকা করুনারত্নে কে একটি ছক্কা হাঁকান। অবশ্য পরের বলটা ডট দেন আক্সার, শেষ বলে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিলো চার রান, দুই রানে ম‍্যাচ হেরে বসেন তারা। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ East Bengal : ইস্টবেঙ্গলের নজরে এবার হ‍্যারি কেন দের দেশের তারকা

শেষ ওভারে আক্সার প‍্যাটেল কে বোলিং করতে দেওয়ার সিদ্ধান্ত ম‍্যাচের ফলাফল কে যে কোনও দিকেই চালনা করতে পারতো। খেলা শেষে হার্দিকের কাছে এই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, তিনি তার দলকে এরকম পরিস্থিতির মধ্যে ফেলতে চান, যাতে ভবিষ্যতে বড়ো ম‍্যাচে এমন কোনও পরিস্থিতির মধ্যে পড়লে তার দল সেরাটা দিতে পারে ম‍্যাচে। (IND vs SL 2023)

“আমি চাই দল কঠিন পরিস্থিতির সন্মুখীন হোক। কারণ এই ব‌্যাপার গুলো আমাদের বড়ো ম‍্যাচে কঠিন পরিস্থিতিতে পড়লে সাহায্য করবে। দ্বিপাক্ষিক সিরিজে আমরা সব সময় ভালো খেলি। তাই ঠিক এই ভাবেই আমরা ভবিষ্যতে নিজেদেরকে পরীক্ষার মুখে ঠেলবো।

সত‍্যি কথা বলতে এই ম‍্যাচে যদি হেরেও জেতাম তাহলেও কোনও দুঃখ থাকতো না। কারণ এই সব ঝুঁকি আমাদের দীর্ঘ মেয়াদের জন্যে সাফলতা পেতে সাহায্য করবে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন সঞ্জু স‍্যামসন