
Team India – পিঠে ব্যথার কারণে একটা সময়ে ভারতীয় দল থেকে বাদ পড়ে যেতে হয়েছিল তাকে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে তিনি এতটাই খারাপ পারফরম্যান্স করেছিলেন যে ভবিষ্যতে তার আর কোনওদিন ভারতীয় দলে প্রত্যাবর্তন করাটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়।
তবে ২০২২ সালের আইপিএলে বদলে যায় এই চিত্রটা। ভারতের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়। এরপরেই জাতীয় দলে প্রত্যাবর্তন হয় তার। (Team India)
এরপর থেকে মোট ৪৪ টি ম্যাচ (ওয়ানডে এবং টি-২০) খেলে তিনি নিয়েছেন ৪২ টি উইকেট। করেছেন ১০১৬ রানও। সামনেই আসছে ওয়ানডে বিশ্বকাপ। এমন আবহে ভারতীয় দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন হার্দিক পান্ডিয়া, এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন উইকেট কিপার-ব্যাটার দীনেশ কার্তিক। (Team India)
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন-
“নিঃসন্দেহে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার প্রথম কারণ ২২ গজে হার্দিক দুটো স্কিল (ব্যাটিং, বোলিং) নিয়ে আসে। ক্রিকেটের অন্যতম দুটো কঠিন স্কিলকে ও ২২ গজে দক্ষতার সঙ্গে পালন করতে পারে। মিডিয়াম পেসার এবং ব্যাটিং অলরাউন্ডার আজকের দিনে পাওয়াটা খুবই কঠিন। আমাদের দলে ২-৩ জন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে। তবে মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার পাওয়াটা খুব কঠিন।”
আরও পড়ুনঃ IPL 2023 : ধোনির শেষ আইপিএলে চেন্নাইয়ের ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারেন স্টোকস, এমনটাই মত ম্যাথু হেডেনের
কার্তিক আরও জানান যে, অজিদের বিরুদ্ধে ওয়ানডেতে যেভাবে বল করেছে হার্দিক, তার থেকে বোঝা যায় বোলার হিসেবে ওনাকে বোঝাটা কতটা কঠিন ব্যাটারদের পক্ষে। ওই ম্যাচে নিজের প্রথম স্পেলে তিন ওভারে তিনটি উইকেট নেন তিনি। (Team India)
কার্তিক জানিয়েছেন,
“মিডল অর্ডারে হার্দিক খুব ভালো ব্যাট করে। বোলিংয়ে ও ঠিক উইকেটটা নিয়ে বেরিয়ে যায়। ওর বল খেলাটা খুব কঠিন হয় যখন ওর একটা স্বাভাবিক গতি থাকে। যার ফলে ওকে খেলাটা কঠিন হয়। ওকে দেখে মনে হয় যেন ও শর্ট অফ লেন্থ বল করতে চলেছে। ফলে ব্যাটাররা কিছুটা ব্যাকফুটে চলে যায়। তবে যে মুহূর্তে ও ফুলার লেন্থে বোলিং শুরু করে তখন ব্যাটার সমস্যায় পড়ে যায়।”
আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএল শুরুর আগে ভারতীয় বোলারদের নিয়ে কড়া বার্তা বিসিসিআই’এর, জানুন বিস্তারিত