IND vs NZ 2022 : অশ্বিনের যোগ‍্য উত্তরসূরী’র খোঁজ পেলো টিম ইন্ডিয়া

0
509
Team India has found a suitable successor to Ravichandran Ashwin for IND vs NZ 2022 series
Team India has found a suitable successor to Ravichandran Ashwin for IND vs NZ 2022 series

IND vs NZ 2022 – তামিলনাড়ুর অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর’কে এবার জাতীয় দলের পাকাপাকি সদস্য হিসেবে গড়ে তুলতে চায় ভারতীয় ক্রিকেট দল। রবিচন্দ্রন অশ্বিন’কে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখতে চাইছেনা টিম ম‍্যানেজমেন্ট। তাই অশ্বিনের পরিবর্তে মূলত জাতীয় টি ২০ দলের ওপেনার হিসেবে সুন্দর’কে নিচ্ছে ভারতীয় দল।

এমনিতেই এবারের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর টনক নড়েছে ভারতের নির্বাচকদের। এবার থেকে টি ২০ ক্রিকেটে যুব শক্তি সমৃদ্ধ দল গড়ার দিকে নজর দেবে তারা। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ওই বিধ্বস্ত হারের পর টিমের চিন্তা ভাবনা, দল বাছাই এমন নানান ব‍্যাপারে প্রশ্ন উঠেছে। (IND vs NZ 2022)

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপের দলে অশ্বিনের সুযোগ পাওয়াটা অবাক করেছিলো অনেককেই। তেমন কোনও আহামরি পারফরম্যান্স ছিলো না তার। এর ফলে যুজবেন্দ্র চাহালের মতো স্পিনার’কে দলে নিয়েও একটিও ম‍্যাচে খেলাতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। (IND vs NZ 2022)

অশ্বিনের বদলে ওয়াশিংটন সুন্দর’কে দলে নেওয়ার চেষ্টা ব‍্যাপারে সেলেকশন কমিটির এক সদস্য Inside Sports বলেছেন –

“ওয়াশিংটন সুন্দরের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই আমাদের। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপের দলে প্রথম চয়েজ ছিলো ও। কিন্তু চোট বারবার সমস্যায় ফেলেছেন তাকে।

এখন ও চোটমুক্ত। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার। অশ্বিনের আগামী ৫০ ওভারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে, তাই এখন ওকে টেস্ট এবং ওডিআই তে নজর দিতে হবে। তাই ফিট থাকলে এরপর ওয়াশিংটন সুন্দরের প্রচুর পরিমাণে টি ২০ ম‍্যাচ খেলার কথা।”

আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নেই বোল্ট, গাপ্টিল, ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি, ওডিআই সিরিজের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

চোট সমস্যা ভুগিয়ে যাচ্ছে সুন্দর’কে। গত বছর ইংল্যান্ড সফরে ওয়ার্ম আপ ম‍্যাচে খেলার সময় চোট পান। এরপর ইংল্যান্ড সফরে খেলা হয়নি। আইপিএল ২০২২ এর পাঁচ ম‍্যাচ খেলিনি সুন্দর চোটের কারণে। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম‍্যাচের ওডিআই সিরিজে কাঁধে চোট পাওয়ায় খেলতে পারেননি সুন্দর।

১৮ ই নভেম্বর থেকে শুরু হবে ভারতের নিউজিল্যান্ড সফর (IND vs NZ 2022)। দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএল খেলবেন না KKR তারকা প‍্যাট কামিন্স