
Team India – একটা সময় বিশ্ব ক্রিকেটকে দাপিয়ে বেড়িয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। গান গাইতে গাইতেই বাউন্ডারির বাইরে বল পাঠানো তার কাছে খুব একটা কঠিন ছিল। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও বিপক্ষ দলের ব্যাটারকে ল্যাজে গোবরে করেছেন। তবে সেই সময় প্রত্যেক ব্যাটারই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারতেন।
সেহওয়াগ, সচিন তেন্ডুলকার , সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিংরা প্রায়শই ভারতের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নিজেদের আন্তর্জাতিক কেরিয়ারে একটি ম্যাচে পাঁচটি উইকেট বা চারটি উইকেটেও শিকার করেছেন তারা। (Team India)
সম্প্রতি সেহওয়াগ একটি ইউটিউব চ্যানেলে এসে জানান যে, একটি ম্যাচে বোলিং রেকর্ড তৈরি করার সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু সেই সময় দলে সদ্য দলে যোগ দেওয়া বিরাট কোহলি সেই ক্যাচ ফেলে দেন। তার ফলে প্রচন্ড ভাবে রেগে গিয়েছিলেন বীরু। (Team India)
রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব চ্যালেনে সেহওয়াগ বলেছেন,
“আমি জাদু সম্পর্কে জানি না। তবে আমি আমার বোলিংয়ের সময় কিছু বড় ব্যাটারদের আউট করেছি। পন্টিং, হেডেন, হাসি, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান, লারা, সহ আরও বড় মাপের ব্যাটাররা রয়েছেন সেই তালিকায়। আমি একবার পার্থে গিলক্রিস্টকেও আউট করেছিলাম।”
বীরু আরও বলেন,
“একটি ম্যাচে আমি বোলিং রেকর্ড তৈরির সামনা সামনি ছিলাম। তখন একটি ক্যাচ ফেলে দেয় বিরাট কোহলি। সেই সময় আমি খুব হতাশ হয়ে ছিলাম। নিজের ত্রিশত রান ফসকানোর সময়ও আমি এত রেগে যায়নি। আমি ওকে ডেকে নিয়ে বলি এটা তোমার ধরা উচিত ছিল।”
প্রসঙ্গত, সেহওয়াগ ১০৪ টেস্টে ৪০ উইকেট নিয়েছেন। যার মধ্যে একটি পাঁচ উইকেটও রয়েছে। ২০০৮ সালে দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্টে এই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সেহওয়াগ ৪০ ওভার বল করেন। ১০৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। ওয়ানডেতে ২৫১ ম্যাচে নিয়েছেন ৯৬ উইকেট। যার মধ্যে একটি ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেন তিনি। যেখানে তিনি ৪ উইকেট তুলে নেন ৬ রান দিয়ে। (Team India)
সেহওয়াগ ২০১৩ সালে শেষ ম্যাচ খেলেছেন। সেই সময় বিরাট কোহলিকে নতুন প্রতিভা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। (Team India) কোহলিকে নিয়ে সেহওয়াগ বলেন,
“কেউ কখনও ওর প্রতিভা নিয়ে সন্দেহ করেনি। কিন্তু আমি বিশ্বাস করিনি যে কোহলি এখন যে উচ্চতায় পৌঁছেছে সে এই উচ্চতায় পৌঁছে যাবে। অন্যরা হয়তো সেরকম অনুভব করতে পারে। কিন্তু আমি তা করিনি। আমরা জানতাম যে ওর মধ্যে প্রতিভার অভাব নেই।
বিরাট রান করবে। কিন্তু জানতাম না ও কিংবদন্তি মর্যাদায় পৌঁছে যাবে। ৭০-৭৫ সেঞ্চুরি করবে। ২৫০০০ রানে পৌঁছে যাবে। আমি এটা নিয়ে সন্দিহান ছিলাম। আজ সে আমাকে সহ সবাইকে ভুল প্রমাণ করেছে। কোহলি আজ যে জায়গায় পৌঁছেছে তা অবিশ্বাস্য।”
আরও পড়ুনঃ IPL 2023 : ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ প্রসঙ্গে বিশেষ মন্তব্য করলেন আরসিবি’র ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার