
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ 2022) টি ২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে পৌঁছে গেছে ভারত। বুধবার সাংবাদিকদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন গোটা দলটার মধ্যে এখনও টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের রেশ রয়ে গেছে। সবাই হতাশ দলের পারফরম্যান্সে। কিন্তু এবার সেই সব হতাশা ঝেড়ে ফেলে আসন্ন টি ২০ সিরিজে ফোকাস করতে হবে, কারণ আগামী টি ২০ বিশ্বকাপের জার্নি এই সিরিজ দিয়েই শুরু হবে।
শুক্রবার ওয়েলিংটনে টি ২০ ম্যাচের মধ্যে দিয়ে ভারত – নিউজিল্যান্ডের সাদা বলের সিরিজের (IND vs NZ 2022) সূচনা হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারেরা খেলবেন না এই সিরিজে। এই সকল সিনিয়র ক্রিকেটারদের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
“টি ২০ বিশ্বকাপ হাতছাড়া করার হতাশা আছে। কিন্তু আমরা পেশাদার। এই হতাশা কে ঠিক সেই চোখে দেখতে হবে, যেভাবে আমরা সাফলতা উপভোগ করে এগিয়ে যাই। নিজেদের কে শুধরাতে হবে, খামতি গুলো মেটাতে হবে।”
– সিরিজের (IND vs NZ 2022) প্রথম ম্যাচে খেলতে নামার আগে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন হার্দিক।
Indian Captain Hardik Pandya and New Zealand Captain Kane Williamson posing with T20I series trophy. pic.twitter.com/YEdLCXYwjk
— CricketMAN2 (@ImTanujSingh) November 16, 2022
Hardik Pandya and Kane Williamson having fun together during the photoshoot session. pic.twitter.com/6DjePv4gIT
— CricketMAN2 (@ImTanujSingh) November 16, 2022
হার্দিক বলেছেন ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের রোডম্যাপ গঠন এই সিরিজ (IND vs NZ 2022 ) দিয়ে শুরু হবে। তবে আপাতত সমস্ত ফোকাস নিউজিল্যান্ডে ক্রিকেট উপভোগ করা। এদিন নিউজিল্যান্ড দলের প্রশংসা করেছেন হার্দিক। তারকা এই ভারতীয় অলরাউন্ডারের মতে গত কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে কিউয়িরা।
“নিউজিল্যান্ড বরাবর শক্তিশালী দল। সব সময় কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়।” – হার্দিক পান্ডিয়া।
হার্দিক আরও বলেন এই সিরিজ দলের যুব ক্রিকেটারদের দারুণ সুযোগ নিজেদের প্রমাণ করার। তাদের থেকে ভালো কিছু পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন তিনি।
আরও পড়ুনঃ IPL Retention : দেখুন কাদের রাখলো, কাদের ছাঁটলো কোহলির দল RCB
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে স্থানীয় সময় দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা অবধি প্রস্তুতি নেবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের সাদা বলের সফরে তিনটি টি ২০ এবং তিনটি ওয়ানডে খেলবে ভারত। ১৮ – ৩০ শে নভেম্বর জুড়ে এই সিরিজ খেলা হবে। এরপর আগামী বছরের শুরু’তে নিউজিল্যান্ড ভারতে খেলতে আসবে সাদা বলের সিরিজ।
India T20Is Squad for IND vs NZ 2022 :
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
New Zealand T20I squad for IND vs NZ 2022 :
Kane Williamson (c), Finn Allen, Michael Bracewell, Devon Conway, Lockie Ferguson, Daryl Mitchell, Adam Milne, Jimmy Neesham, Glenn Phillips, Mitchell Santner, Ish Sodhi, Tim Southee, Blair Tickner.