
Team India – সবে মাত্র শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ২-১ ব্যাবধানে ভারতকে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। এর পরেই আইপিএলের মধ্যে দিয়ে ফের ২২ গজে ফিরতে চলেছেন জাতীয় দলের তারকারা।
প্রায় দুমাস ধরে চলবে আইপিএলের মেগা ইভেন্ট। তার পরেই ভারতীয় দল ইংল্যান্ডে যাবে। সেখানে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ৭-১২ ই জুন ওভালে খেলা হবে এই ফাইনাল। (Team India)
আর এমন আবহেই প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী মনে করেন, ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব প্রয়োজনীয়। তার মতে, জাতীয় দলের স্বার্থে প্রয়োজনে আইপিএল নিয়ে বিসিসিআইকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। (Team India)
স্পোর্টস ইয়ারিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,
“আমি এটা কিছুতেই ভেবে পাচ্ছি না যে, এটা কী করে সম্ভব (এত ক্রিকেটারদের চোট আঘাত)। আমরা যে সময়ে খেলেছি, সেই সময়ে আমাদের এত বেশি সুযোগ সুবিধা ছিল না। তাও এত বেশি সমস্যায় আমাদের পড়তে হয়নি। আমাদের সময়ে ৮-১০ বছর ক্রিকেটাররা বিনা চোটে টানা খেলে যেতে পারতো।
আমি সত্যি জানি না, এটা ঠিক কী কারণে হচ্ছে। হয়তো ক্রিকেট ম্যাচের সংখ্যা বেড়ে গিয়েছে। সেই বিষয়ে আমি প্রশ্ন তুলছি না। গোটা বিশ্বে বিভিন্ন ধরনের লিগ খেলা হচ্ছে। ফলে বিশ্রামের সময় অনেকটা কমে গিয়েছে।”
তিনি আরও বলেন, (Team India)
“কর্তৃপক্ষ এবং ক্রিকেটারদের এক টেবিলে বসতে হবে। বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। পরিষ্কার করে দিতে হবে, একজন ক্রিকেটার কতটা ম্যাচ খেলবে, কতটা সময়ে বিশ্রাম নেবে। যদি দরকার পড়ে তাহলে আইপিএলেও বিশ্রাম নিতে হবে। বিসিসিআইকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে।
এই বিষয়ে বিসিসিআইকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। ফ্র্যাঞ্চাইজিদের বলতে হবে, দেখো আমার এই ক্রিকেটারদের দরকার, ভারতের দরকার এই ক্রিকেটারদের। ভারতের প্রয়োজনে যদি ওই ক্রিকেটাররা আইপিএল নাও খেলে তাহলে সেটাই করতে হবে।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারত হারলেও লারা-পন্টিং’কে পিছনে ফেলে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি