Team India : অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার আগেই ওয়ানডে বিশ্বকাপের জন্য দল তৈরি করুক ভারত, এমনটাই চান বিশ্বকাপজয়ী ভারত প্রাক্তনী

0
15
Team India : 'As soon as the Australia series is over...': Srikkanth shoots high-voltage 'World Cup' warning to India
Team India : 'As soon as the Australia series is over...': Srikkanth shoots high-voltage 'World Cup' warning to India

বছর শেষেই ভারতের মাটিতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। (Team India) এই বিশ্বকাপ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  টিম ইন্ডিয়া মরিয়া হয়ে রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ জিততে। ভারতের আইসিসি’র শিরোপা খরা কাটবে কিনা, সে কথা এখন সময়ই বলবে।

তবে পরপর দুটি খারাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের পর এই বছর ভারতের সামনে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ রয়েছে। কপিল দেবের টিম ইন্ডিয়া (Team India) ১৯৯৮৩ সালে লর্ডসে বিশ্বকাপ ট্রফি জেতার ৪০ বছর পর, মহেন্দ্র সিং ধোনি’র টিম ২০১১ সালে ফের বিশ্ব জয় করে। মাহি’র আইকনিক ছক্কায় ১২ বছর আগে ফের বিশ্বকাপের মুকুট ওঠে ভারতের মাথায়। এবার ২০২৩ সালে ঘরের মাঠে ভারতের সামনে সেরা সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার।

এখনও বিশ্বকাপের জন্য ১০ মাস বাকি। সব কিছু পরিকল্পনা অনুযায়ী যাতে চলে, তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিসিসিআই ২০ জন ক্রিকেটারের একটি কোর গ্রুপ’কে বেছে নিচ্ছে। সেই দল থেকে বিশ্বকাপের আগে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। আর সেখান থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল নির্বাচন করা হবে। (Team India)

ভারতের সামনে কিছু হাই-প্রোফাইল টুর্নামেন্ট রয়েছে। অস্ট্রেলিয়া’র বিপক্ষে সিরিজের পর এশিয়া কাপ রয়েছে। কম্বিনেশন ঠিক করার জন্য হাতে এখনও সময় আছে তাদের। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত কিন্তু টিম ম্যানেজমেন্ট (Team India) এবং নির্বাচক’দের সব কিছু ঠিক করার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরী করার ক্ষেত্রে সতর্ক করেছেন।

স্টার স্পোর্টসের একটি আলোচনায় প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন,

“আমি মনে করি, অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার আগেই পরিকল্পনা করে ফেলতে হবে, সেরা দলের বিষয়। ঠিক করে নিতে হবে, সেরা দল’কে। আমি যদি নির্বাচক কমিটি’র চেয়ারম্যান হতাম, আমি বলতাম, এটি আমার ১৫ সদস্যের টিম, আইপিএলে এদের ফর্ম দেখুন। তারপরে মনে হলে কিছু ছোটখাটো পরিবর্তন করা যাবে। আমি এশিয়া কাপ পর্যন্ত অপেক্ষা করতে পারি না এবং বলতে পারি না, কোনও উপায় নেই, এই এশিয়া কাপের পরে দল নির্বাচন করা হবে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দ্বিতীয় টি ২০’তে “অর্শদীপ খেললে মাভি বসবেন” মত প্রাক্তন ভারতীয় ওপেনারের

প্রসঙ্গত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে সিরিজ শেষ করার পর, ভারতীয় খেলোয়াড়’রা আইপিএল খেলবে, তার পরে তারা ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এবং এশিয়া কাপে অংশ নেবে। অক্টোবরে বিশ্বকাপের ঠিক আগে ভারত (Team India) অজি’দের তিনটি ওডিআই খেলার জন্য আমন্ত্রণ জানাবে।

যেহেতু ভারতেই বিশ্বকাপ হবে, তাই সমস্যা হবে না অস্ট্রেলিয়া দলের। তারাও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে। যাইহোক শ্রীকান্তের অভিমত যে, খেলোয়াড়’দের যত তাড়াতাড়ি সম্ভব সংক্ষিপ্ত বলের ক্রিকেটের জন্য তালিকাভুক্ত করা দরকার। প্লেয়ার’রা আইপিএলে কী ভাবে পারফর্ম করে তা বিবেচনা করে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীকান্ত এই নিয়ে আরও বলেছেন,

“অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্লেয়ার’দের জানিয়ে দিতে হবে, তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং আইপিএলে তাদের ভালো পারফর্ম করতে হবে। সেখানে আপনার ফর্ম বজায় রাখতে হবে, পাশাপাশি ফিটনেস ধরে রাখতে হবে। আমি যদি নির্বাচক কমিটি’র চেয়ারম্যান হতাম, তা হলে এটাই করতাম।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতীয় দল’কে তড়িঘড়ি হার্দিকের বিকল্প খোঁজার পরামর্শ দিলেন গম্ভীর