
ক্রেগ আরভিনের হাফ সেঞ্চুরি এবং সিকান্দার রাজার ঝোড়ো ৪০ রানের ইনিংসের (T20 World Cup 2022) উপর নির্ভর করে স্কটল্যান্ড’কে ৫ উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেলো জিম্বাবোয়ে।
টি ২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বার সুপার টুয়েলভে পৌঁছে গেলো বাংলাদেশ। ১৩৩ রান তাড়া করতে নেমে শুরু’তে রেগিস চাকাভার উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। এরপরের ওভারে মাধাভেরে আউট হতে, পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। (T20 World Cup 2022)
টানা দুই উইকেট পড়তে যে চাপ জিম্বাবোয়ের উপর তৈরী হয়েছিল, সেটা কমাতে অধিনায়ক আরভিন এবং উইলিয়ামস বেশ কিছু বড় শট মারেন। ফলে ৮ ওভারে ৪০ রান তুলতে পারে জিম্বাবোয়ে। এরপর লেয়াস্ক উইলিয়ামসের উইকেট তুলে নিয়ে জিম্বাবোয়ের রান তোলার গতিতে ছন্দপতন ঘটান। (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ IND vs PAK 2022 : রোহিত বা কোহলি নন, বিশ্বকাপের রানের পাহাড়ে বাবরকে বসতে দেখছেন শেহবাগ
Zimbabwe are through to the Super 12 after a fabulous performance in Hobart 👏🏻
— T20 World Cup (@T20WorldCup) October 21, 2022
The first time they have made it out of the First Round at the #T20WorldCup 🔥#SCOvZIM pic.twitter.com/X5egkU778Z
উইলিয়ামস আউট হতে ক্রিজে আগমন ঘটে তারকা জিম্বাবোয়ের ক্রিকেটার সিকান্দার রাজার। ১০ ওভার শেষে তখন জিম্বাবোয়ের জিততে প্রয়োজন ৭৮। শুরু থেকেই রাজা ঝোড়ো ব্যাটিং শুরু করেন। তার স্কটিশ বোলারদের পিটানোর কাজ জারি থাকার যাঝে আরভিন ৪৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। (T20 World Cup 2022)
পরে ২৩ বলে ঝোড়ো ৪০ রানের ইনিংস খেলে আউট হন রাজা। ৫৪ বলে ৫৮ রান করে আউট হন আরভিন। কিন্তু ততক্ষণে জয় পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিলো জিম্বাবোয়ে, শেষ দুই ওভারে ৬ রান তুলতে বিশেষ সমস্যা হয়নি তাদের। এর আগে স্কটিশ ব্যাটার জর্জ মুন্সীর হাফ সেঞ্চুরির সৈজন্যে ৬ উইকেটে ১৩২ রান তুলেছিলো স্কটল্যান্ড।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন WI অধিনায়ক পুরান