
নিজের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা’কে (T20 World Cup 2022) খোঁচা দিয়ে বসলেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা।
রোববার মেলবোর্নে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ। বর্তমানে সেই ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন রোহিত, কোহলিরা। ভারত – পাক উত্তপ্ত লড়াই দেখতে ওইদিন মেলবোর্নের মাঠে গমগম করবে দুই দেশের সমর্থক।
পলকের মধ্যে বিক্রি হয়ে গেছিলো ভারত-পাক ম্যাচের টিকিট। এমনকি পরে দাড়িয়ে খেলা দেখার টিকিট ছাড়া হলেও সেটাও চকিতে বিক্রি হয়ে যায়। (T20 World Cup 2022)
বিদেশ সফর হোক বা আইসিসির কোনও টুর্নামেন্ট, ক্রিকেটারদের পরিবারের লোকজন, স্ত্রী দের সাধারণত মাঠেই দেখা যায়। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া রওনা দিয়েছেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা, পরবর্তী সময় সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি। কিন্তু ছবির ক্যাপশান’টা তিনি যে উর্বশী রাউতেলা’কে ঠেস দিয়ে করেছেন সেটা দেখলেই বোঝা যায়। (T20 World Cup 2022)
“আমার হৃদয় আমাকে অস্ট্রেলিয়ায় টেনে নিয়ে যাচ্ছে। আমার মনের মানুষের জন্য গলা ফাটাতে যাচ্ছি।”
ঠিক এমনই একটা ক্যাপশান কয়েক সপ্তাহ আগে উর্বশী রাউতেলা’ও করেছিল, নিজের ছবি সহ। তার সেই পোস্ট পন্তের সাথে চলা তার বিতর্ক’কে এক অন্যমাত্রা এনে দিয়েছিল। পরে অবশ্য পন্ত ভক্তদের তিরস্কারে সেই ক্যাপশান বদলে ফেলেন উর্বশী। ২৩ শে অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ঋষভ পন্ত খেলবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। তবে সতীর্থের স্ত্রী আরেকবার কিন্তু ধামাচাপা পরে যাওয়া বিতর্ক’কে উস্কে দিলেন। (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আচমকা উইকেট কিপিং শুরু করলেন ওয়ার্নার