হোবার্টে বুধবার জিম্বাবোয়ের ব্যাটার দের দুঃস্বপ্ন হয়ে উঠলেন আলজারি জোসেফ – জেসন হোল্ডার পেস জুঁটি। (T20 World Cup 2022) এর ফলে এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩১ রানে জিতলো ওয়েস্ট ইন্ডিজ।
সাম্প্রতিক কালে জয় অধরাই ছিলো ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গেছিলো ‘মেরুন ব্রিগেড’। বিশ্বকাপে (T20 World Cup 2022) টিকে থাকতে হলে এদিন ম্যাচে জিম্বাবোয়ে’কে হারাতেই হতো পুরানদের, তাই বলাই চলে এই জয় পেয়ে আপাতত চলতি টুর্নামেন্টে কোনও রকম টিকে থাকলো তারা।
আপাতত এই জয়ের ফলে দুই পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তিন নম্বর স্থানে থাকলো ওয়েস্ট ইন্ডিজ, একম্যাচ জিতে এবং একম্যাচ হেরে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে জিম্বাবোয়ে।
১৫৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৯ রানে ১ উইকেট হারায় জিম্বাবোয়ে। ৯ বলে ১৩ রান করে ফিরে যান রেগিস চাকাভা। এরপর আলজারি জোসেফ এবং ওবেদ ম্যাককয় আরও দুটো উইকেট তুলে নেওয়ায় ৫.১ ওভারের মাথায় ৪৮ রানে ৩ উইকেট পরে যায় ওয়েস্ট ইন্ডিজের।
A crucial win for West Indies!
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2022
An excellent performance against Zimbabwe keeps their #T20WorldCup campaign alive 👏#WIvZIM | #T20WorldCup | 📝 Scorecard: https://t.co/iviFH2xgas pic.twitter.com/AgisEavGaG
আরও পড়ুনঃ Asia Cup 2023 : BCCI এর কাছে মাথা নত করতেই হবে PCB কে, মত প্রাক্তন পাক স্পিনারের
A fiery spell of 4/16 🔥
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2022
Alzarri Joseph is the @aramco Player of the Match for his sensational bowling display!#WIvZIM | #T20WorldCup pic.twitter.com/JITZjgAicD
দ্রুত উইকেট পতনে মারাত্মক চাপে পরে যায় জিম্বাবোয়ে, পরিস্থিতি সামাল দিতে উদ্যত হয় ওয়েসলে মাধাবেরে এবং সিকন্দর রাজা। তবে এদিন ব্যর্থ হন তারা, আর ওডেন স্মিথ রাজার উইকেট তুলে নেওয়ার সাথে সাথে জিম্বাবোয়ের যাবতীয় আশার অবসান ঘটে যায় এদিন। ৭.২ ওভারে মাথায় হাফ উইকেট পরে যায় জিম্বাবোয়ে দলের। (T20 World Cup 2022)
এরপর দুই একবার সাময়িক ভাবে প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা চালালেও শেষ অবধি দলের নিয়মিত ব্যবধানে উইকেট পতন কিছুতেই সামাল দিতে পারে না জিম্বাবোয়ে, শেষে ১২২ রানে অল আউট হয়ে যায় তারা।ম্যাচ হারে ৩১ রানে, ওয়েস্ট ইন্ডিজের তরফে ৪ টি উইকেট নেন আলজারি জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজের তরফে এদিনের সর্বোচ্চ স্কোরার জনসন চারেস, ৪৫ রান করেছিলেন তিনি। এদিন জনসন মেরুন ব্রিগেডের তরফে সর্বোচ্চ স্কোর করলেও রভমান পাওয়েল এবং আকেয়াল হোসেন মিলে ম্যাচে দেড়শো রানের গন্ডি পেরোতে সাহায্য করে ইন্ডিজ’কে। ফলে ম্যাচে লড়াইয়ের রসদ পায় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের তরফে ৩ টি উইকেট নেন রাজা। (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়লো রভমান পাওয়েলের ছক্কা, অবাক আকেল, দেখুন ভিডিও