
টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুটি টি ২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার নজির গড়লেন তারকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
২০২২ টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ৬ ইনিংসে ২৯৬ রান করেছিলেন কোহলি ৯৮.৬৬ গড়ে। করেছেন চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৮২* রানের ইনিংস তিনি খেলেছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে।
এর আগে ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। সেই বার ছয় ম্যাচে ৩১৯ রান করেছিলেন কোহলি ১০৬.৩৩ গড়ে। সেই বার চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন। সর্বোচ্চ ৭৭ রান।
প্রসঙ্গত, ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তার সিদ্ধান্তের দাম দেন ইংল্যান্ডের বোলাররা। ২০ ওভারে ৮ উইকেট ১৩৭ রান তোলে পাকিস্তান, ইংল্যান্ডের স্যাম কারাণ নেন ৩ উইকেট। এরপর ১৩৮ রান চেজ করতে নেমে পাওয়ার প্লে’তে ৪৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড, শেষ অবধি স্টোকস ৫২* রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে ফেরে দেশের। (T20 World Cup 2022 Final)
১৩৮ রান তাড়া করতে নামা ইংল্যান্ড, শুরু তেই ধাক্কা খায় প্রথম ওভারে ওপেনার আলেক্স হেলস আউট হলে। দারুণ ই্যনস্যুইংগারে, তার উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি, ৭ রানে ১ উইকেট খুঁইয়ে বসে ইংল্যান্ড। ব্যাট করতে আসেন ফিল সল্ট। তিনি এবং ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার মিলে দারুণ চালিয়ে খেলা শুরু করেন, অবশ্য খানিকটা নিয়ন্ত্রিত খেলা খেলছিলেন বাটলার। দেখে মেনে হচ্ছিলো বড়ো পার্টনারশিপ জুড়তে চলেছেন এই দুই ইংলিশ ব্যাটার। এরকম একটা পরিস্থিতি’তে হারিস রাউফ ফের ধাক্কা দেন ইংল্যান্ড শিবিরে, ৩২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয় ইংল্যান্ডের। (T20 World Cup 2022 Final)
Some outstanding performances with the bat at the #T20WorldCup 2022 😍
— T20 World Cup (@T20WorldCup) November 14, 2022
Who was the best batter in the tournament? 🤔 pic.twitter.com/TdYgt2upes
সল্ট ফিরতে ব্যাটিংয়ে নামেন ম্যাচের নায়ক ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকস নামার পর আউট হয়ে যান ইংল্যান্ডের অধিনায়ক বাটলার। হারিস রাউফ তুলে নেন তার উইকেট। পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পরে যায় ইংল্যান্ড। (T20 World Cup 2022 Final)
এরপর স্টোকস এবং ব্রুকস মিলে একের পর এক রান জুড়তে থাকেন। দুজনে ৩৯ রান জোড়েন জুঁটিতে। তারপর শাদাব খান এসে তুলে নেন ব্রুকসের উইকেট, এক্ষেত্রে লং অফে দুর্দান্ত ক্যাচ নেন শাহিন আফ্রিদি। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ব্যাট করতে নামেন মইন আলী। ১৫.৪ ওভারের মাথায় স্কোরবোর্ডে ১০০ রান তোলে ইংল্যান্ড। এরপর জয়ের জন্য আর ৩৮ বলে ২৬ রান তোলার প্রয়োজন ছিলো বাটলার’দের।
এমন সময় পরপর দুটো বলে একটা চার এবং একটা ছক্কা মেরে চাপ কমান স্টোকস, ২৪ বলে ২৮ রান তোলার প্রয়োজন হয়ে দাড়ায় ইংল্যান্ডের। পরের মইন আলী ওয়াসিম’কে পরপর দুটো চার মেরে দলের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সংখ্যার পরিমাণ’টিকে করে ফেলে ২২ বলে ২০ রান। ওই ওভারের শেষ বলেও চার মারেন তিনি। আলী স্টোকসের সাথে গুরুত্বপূর্ণ ৪৮ রান জোড়েন। ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হন মইন। শেষে কেরিয়ারের ২০ হাফ সেঞ্চুরি করে দেশকে দ্বিতীয় বারের মতো টি ২০ বিশ্বকাপ জেতালেন বেন স্টোকস। পাকিস্তানের তরফে সর্বোচ্চ দুটো উইকেট নেন রাউফ, একটি করে উইকেট নেন শাহিন, ওয়াসিম, শাদাব।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নিজেকে প্রমাণ করতে মরিয়া শ্রেয়স আইয়ার, বললেন জাহির খান