
বৃহস্পতিবার অ্যাডিলেডে টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের হারের পর আবেগে ভরা বার্তা দিয়েছেন দলের অধিনায়ক বিরাট কোহলি।
এবছর টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে পৌঁছনোর পর থেকেই পাহাড় প্রমাণ প্রত্যাশা তৈরী হয়েছিল রোহিত শর্মাদের নিয়ে। গোটা দেশবাসী আশায় ছিলো বৃহস্পতিবার সেমিফাইনালে ইংল্যান্ড’কে হারিয়ে রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।
কিন্তু ম্যাচের দিন অমন কিছুর দেখা মেলেনি। বরং ১০ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে এবারের টি ২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে বিদায় নিয়েছে ভারতীয় দল।
গোটা টুর্নামেন্টের (T20 World Cup 2022) মতো সেমিফাইনালেও ফের একটা খারাপ শুরুয়াত দিয়ে শুরু করে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন কে এল রাহুল, ২৮ বলে ২৭ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরে হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলি, দুজনে হাফ সেঞ্চুরি করে ভারতকে স্কোরবোর্ডে লড়াই করার রসদ জোগায়। ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৯ রান তোলে ভারত।
১৬৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে ফেলে দেয় ইংল্যান্ডের জস বাটলার এবং আলেক্স হেলস। এই দুই ইংল্যান্ডের ওপেনার’কে আউট করার কোনও পথ খুঁজে পাননি কোনও ভারতীয় বোলার। ভারতের সকল বোলারদের বেধড়ক পিটিয়ে চার ওভার বাকী থাকতেই ম্যাচে দেশের জয় নিশ্চিত করে ফেরেন বাটলার-হেলস জুঁটি। ৮০ * রানে অপরাজিত ছিলেন জস বাটলার। হেলস অপরাজিত ছিলেন ৮৬* রানে।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বিদেশের টি ২০ লিগে রোহিতদের খেলা উচিত কি, জবাব দিলেন রাহুল দ্রাবিড়
টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ইনস্টাগ্রামে কোহলি লেখেন,
“স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েই অস্ট্রেলিয়া ছাড়লাম। আমরা সবাই খুবই হতাশ। তবে বেশ কিছু স্মরণীয় মুহূর্তকে নিয়ে ফিরছি এখান থেকে। আমাদের এখান থেকেই দলগতভাবে ঘুরে দাড়ানোর শপথ নিতে হবে। অস্ট্রেলিয়ায় আসা সকল সমর্থক’দের আমার অনেক অনেক ধন্যবাদ। দেশের জার্সি পরে খেলতে নামা খুবই গর্বের একটা বিষয় আমার কাছে।”
Another T20 World Cup and another heartbreak for India and Virat Kohli:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 10, 2022
– 319 runs in 2014 (Lost the Final).
– 273 runs in 2016 (Lost the Semis).
– 296 runs in 2022 (Lost the Semis).
– Virat Kohli gave his best in those 3 World Cups, deserves to kiss the trophy! pic.twitter.com/a30ISgP7lj
এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি’কে। ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলবেন তিনি।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : ভারতের সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে বিরাট মন্তব্য করলেন ভারত কোচ দ্রাবিড়