এই মুহূর্তে কোনঠাসা বাংলাদেশের ক্রিকেট দলের যাবতীয় আশা ভরসা (T20 World Cup 2022) যে সাকিব আল হাসান (Shakib Al Hasan), সে কথা আলাদাভাবে কিছু বলার নেই। সোমবার হোবার্টে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের অভিযান শুরু বাংলাদেশের। আর তার আগে গোটা টাইগার শিবির এখন ভুগছে প্রবল দুঃশ্চিন্তায়, হাঁটুতে চোট পেয়েছেন দলের মেরুদন্ড সাকিব।
স্বাভাবিক ভাবেই এখন গোটা বাংলাদেশ চিন্তায় পড়ে গেছে সাকিবের চোট পাওয়ায়। যদিও তাদের আশ্বস্ত করতে তৎপর বিসিবি। চট জলদি সাংবাদিক বৈঠকে তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সাকিবের চোট তেমন গুরুতর কিছু নয়। সবকিছু ঠিকঠাক থাকলে তার নেদারল্যান্ডস ম্যাচে খেলতে নামা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। (T20 World Cup 2022)
শনিবার নেদারল্যান্ডস ম্যাচ খেলতে হোবার্টে পৌঁছে গেছে বাংলাদেশ। হোবার্টের বেলেরিভ ওভালে ডাচ ব্রিগেডের মুখোমুখি হবে টাইগাররা। রোববার সকালে ঐচ্ছিক অনুশীলন রেখেছিলো টিম ম্যানেজমেন্ট। (T20 World Cup 2022)
বিশ্বকাপে খেলতে আসার আগে বাংলাদেশ শিবিরে ফতোয়া জারি করেছিলেন অধিনায়ক সাকিব এবং দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন, শুধুমাত্র টুর্নামেন্ট আয়োজক’দের তরফে রাখা সাংবাদিক সম্মেলন ছাড়া আর কোথাও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না দলের খেলোয়াড়’রা। এদিন নেদারল্যান্ডস ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন খোদ বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান নিজেই। (T20 World Cup 2022)
এমনিতেই এখন বৃষ্টির ঘনঘটা জারি রয়েছে গোটা অস্ট্রেলিয়া জুড়ে। সোমবার সকালে সাকিবদের ম্যাচ’ও ভেস্তে যেতে পারে, এমনই এখন পরিস্থিতি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন সকাল ১০ টা অবধি টানা বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। তাই কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে দুই দলের মধ্যে।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বিশ্বকাপে খেলতে নামার আগে কোহলির মুখে ধোনির নাম, ঝড়লো কৃতজ্ঞতা