T20 World Cup 2022 -রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরিয়ে রাহুল দ্রাবিড়’কে দায়িত্ব দেওয়ার পর বিরাট প্রত্যাশা তৈরী হয়েছিল। ২০১৩ সালের পর থেকে একটা আইসিসির ট্রফি জেতার অপেক্ষায় ছিলো ভারত। প্রত্যাশা ছিলো দ্রাবিড় সেই অপেক্ষার অবসান ঘটাবেন।
দ্রাবিড় – রোহিত জামানায় দারুণ শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু যখন প্রয়োজন, তখন ফের মুখ থুবড়ে পড়লো টিম ইন্ডিয়া। সেই আইসিসির টুর্নামেন্টে ব্যর্থ ভারত। ২০২১ এর পর ২০২২ সালের টি ২০ বিশ্বকাপে কোনও কিছু করে উঠতে ব্যর্থ টিম ইন্ডিয়া। এর ফলে ক্ষোভে ফুটছে ভারতের ফ্যান থেকে বিশেষজ্ঞরা। (T20 World Cup 2022)
কানেরিয়ার মতে শেহবাগের মতো কাউকে ভারতের টি২০ (T20 World Cup 2022) দলের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন কানেরিয়া, তার বক্তব্য,
“অশ্বিন’কে বসিয়ে চারজন পেসারকে নিয়ে খেলা উচিত ছিলো ভারতের। অধিনায়কের নিজের আত্মবিশ্বাস নেই, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের ব্যর্থ হতে খুব ভয়। আসলে রাহুল দ্রাবিড় বা ভিভিএস লক্ষণ, এরা কেউই টি ২০ কোচ নন। এদেরকে এবিষয় পরিকল্পনা থেকেই বাদ দেওয়া উচিত। ভারতের উচিত বীরেন্দ্র শেহবাগ বা গৌতম গম্ভীরের মতো কাউকে জাতীয় টি ২০ দলের কোচ করার।”
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : রোহিত খেলোয়াড়, ক্যাপ্টেন দুটোতেই ব্যর্থ, বিস্ফোরক মন্তব্য পাক প্রাক্তনীর
রাহুল দ্রাবিড়ের অবর্তমানে আসন্ন নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যাচ্ছেন ভিভিএস লক্ষণ। আগামী সপ্তাহে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তাকেই পরবর্তী টি ২০ অধিনায়ক হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবারের টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের বয়সের গড় ছিলো ৩০.৬। টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক দলের মধ্যে অন্যতম ছিলো ভারত। দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন দীনেশ কার্তিক, ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এবারের টি ২০ বিশ্বকাপে, সেটা বলা চলে। অশ্বিন’ও এরপর টি ২০ দলে সুযোগ পাবে বলে মনে হয়না। তিরিশের কোঠা পেরানো রোহিত শর্মা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি’কেও আর টি ২০ দলের পরিকল্পনায় রাখা হচ্ছে বলে মনে হয়না। (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বিশ্বকাপে ব্যর্থতার জের, রোহিত, দ্রাবিড়, কোহলি’কে ডাক পাঠালো BCCI