রোববার ঝলমলে মেলবোর্নের আকাশ। (T20 World Cup 2022) বৃষ্টির আভাস না পাওয়ায় উল্লাসে মেতে উঠেছে ভারত-পাকিস্তানের ফ্যানেরা। খেলতে নামলো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। জাতীয় সংগীত গাইবার সময় চোখের জল সামলাতে পারলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একাদশের সাথে গোটা স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থক’দের সমবেত কন্ঠে জীবন্ত হয়ে উঠলো ‘জন গন মন’।
জাতীয় সংগীত শেষ হতেই রোহিতের মুখে স্মিত হাসি। জড়িয়ে ধরলেন সতীর্থ হার্দিক পান্ডিয়া’কে। ইতিমধ্যে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। (T20 World Cup 2022)
ম্যাচে ভারত কাপ্তান হিটম্যান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম একাদশে সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহাল বা হর্ষল প্যাটেলের। খেলছেন আক্সার প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। (T20 World Cup 2022)
মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার পেস বিভাগের অন্যতম দুই মুখ।তৃতীয় পেসার হিসেবে আছেন অর্শদীপ সিং। ঋষভ পন্তের বদলে উইকেট কিপার দীনেশ কার্তিক। দীপক হুডা, ঋষভ পন্ত, হর্ষল প্যাটেল এবং যুজবেন্দ্র চাহালের সুযোগ হয়নি প্রথম একাদশে। (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : আলোচনা বদলালো ঝামেলায়, ফের বিতর্কে জড়ালেন শাহীদ আফ্রিদি
These feelings of Rohit can't be expressed in words.@ImRo45 🥺🇮🇳 pic.twitter.com/KGN2XCsXlo
— Jyran⚘ (@Jyran45) October 23, 2022
পাকিস্তান দলে প্রত্যাবর্তন করেছেন শাহীন আফ্রিদি। ওয়ার্ম আপ ম্যাচে নিজের ফিটনেস নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছিলেন, তাই স্বাভাবিক ভাবেই তার না খেলার আর কোনও কারণ ছিলো না। অবশ্য পাক দলে ফখর জামানের। (T20 World Cup 2022)
India (Playing XI): Rohit Sharma (c), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Hardik Pandya, Dinesh Karthik (w), Axar Patel, Ravichandran Ashwin, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Arshdeep Singh
Pakistan (Playing XI): Babar Azam (c), Mohammad Rizwan (w), Shan Masood, Haider Ali, Mohammad Nawaz, Shadab Khan, Iftikhar Ahmed, Asif Ali, Shaheen Afridi, Haris Rauf, Naseem Shah
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : পাকিস্তান ম্যাচে খেলতে নামার আগে দলকে তাতালেন রোহিত শর্মা, দেখুন সেই ভিডিও