
দামামা বেজে গেলো রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত- পাকিস্তান ম্যাচের। (T20 World Cup 2022) চরম উত্তেজনায় ভরপুর এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা অন্য মার্গে পৌঁছেছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন রোহিত শর্মা। পাক ম্যাচ সম্পর্কে একাধিক প্রশ্নের জবাব দিলেন ভারত অধিনায়ক।
এবছর ভারতের বিশ্বকাপ দলের বেশকিছু সদস্যের এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা ছিলো না। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপ শুরু’র দিন পনেরো আগে টিম ইন্ডিয়া’কে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছিলো পরিস্থিতির সাথে যাতে খাপ খাইয়ে নিতে পারে টিম। এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল বলেই জানিয়েছেন ‘হিটম্যান’। (T20 World Cup 2022)
ঘনঘন বদলে যায় মেলবোর্নের আবহাওয়া, তাই এমন পরিস্থিতি তে ভাগ্যের আশ্রয় খুঁজছেন রোহিত। ইশ্বরের কাছে তার প্রার্থনা টসটা শুধু জিতিয়ে দাও ভগবান।
“কালক আবহাওয়া কিরকম হবে জানা নেই। আমরা ৪০ ওভারের ম্যাচ খেলার মানসিকতা নিয়ে খেলতে এসেছি, তবে পরিস্থিতির বদলে গেলেও কম ওভারের ম্যাচ খেলার জন্যেও প্রস্তুত দল।” – রোহিত শর্মা (T20 World Cup 2022)
#TeamIndia begin their nets session ahead of #INDvPAK tomorrow at #T20WorldCup pic.twitter.com/at7JZWPS03
— BCCI (@BCCI) October 22, 2022
🗓️ Mark Your Calendars
— BCCI (@BCCI) October 21, 2022
Here's the #T20WorldCup schedule 🔽#TeamIndia pic.twitter.com/ETPwcP3CvB
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বিশ্বকাপে কাউকে ভয় পাবেনা আর্জেন্টিনা, হুংকার লিও মেসির
From leading India for the first time in ICC World Cup to the team's approach in the #T20WorldCup ! 👌 👌
— BCCI (@BCCI) October 19, 2022
💬 💬 In conversation with #TeamIndia captain @ImRo45!
Full interview 🎥 🔽https://t.co/e2mbadvCnU pic.twitter.com/fKONFhKdga
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ কি বাড়তি চাপ সৃষ্টি করে দলের উপর, এদিন রোহিতের কাছে এই প্রশ্ন রাখা হলে তিনি বলছেন,
“কখনও “চাপ” শব্দটি ব্যবহার করতে চাইনা আমি। পাকিস্তান বরাবর শক্তিশালী একটা দেশ। ম্যাচের দিন সেরা খেলাটা খেলতে পারলে অবশ্যই জয় পাওয়া সম্ভব।”
২০০৭ সালের ভারতের প্রথম টি ২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোহিত। এবছর দলকে প্রথম বারের মতো কোনও আইসিসির টুর্নামেন্টে নেতৃত্ব দিতে চলেছেন তিনি, আর সেখানে প্রথম ম্যাচটা আবার পাকিস্তানের বিপক্ষে। এর আগে একাধিক বার পাক ম্যাচ খেলেছিলেন তিনি, কিন্তু এটাই কি তার কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, জবাবে রোহিত বলেন,
“২০০৭ সালের টি ২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ম্যাচটাই আমার এখনো অবধি কেরিয়ারের সবচেয়ে বড়ো পাকিস্তান ম্যাচ। অবশ্য যখনই দেশের হয়ে খেলতে নামিনা কেনো, তখনই সেটা আমার কাছে একটা বড় মুহূর্ত। সেটা ২০০৭ হোক, অথবা ২০২২। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই অত্যন্ত গর্বের একটা বিষয় আমার কাছে।” (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : আগামী বছর পাকিস্তানে এশিয়া কাপে খেলতে যাওয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা