ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের ঝোড়ো ব্যাটিং, সাউদি, স্যান্টনারের ম্যাজিক্যাল বোলিং পারফরম্যান্সের উপর (T20 World Cup 2022) করে শনিবার সিডনিতে টি ২০ বিশ্বকাপের ম্যাচে
গতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া’কে ৮৯ রানে হারিয়ে দিলো নিউজিল্যান্ড। (T20 World Cup 2022)
এই জয়ের সুবাদে কিউয়ি’রা দুই পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পৌঁছে গেলো। শূন্য পয়েন্ট নিয়ে লিগের তলানিতে স্থান হলো অস্ট্রেলিয়ার। অত্যন্ত স্মরণীয় দিন এটা নিউজিল্যান্ডের কাছে, কারণ ২০১১ সালের পর এই প্রথম বার চিরপ্রতিদ্বন্দ্বী’দের বিরুদ্ধে যেকোনো ফর্ম্যাটে এটাই প্রথম জয় নিউজিল্যান্ডের। (T20 World Cup 2022)
নিউজিল্যান্ডের দেওয়া ২০১ রান তাড়া করতে নেমে শুরু তেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ৫ রান করে ফিরে যান ডেভিড ওয়ার্নার, সাউদির বলে আউট হয়ে। এরপর মিচেল মার্শ এবং অ্যারন ফিঞ্চ নিয়ে রানের পাহাড় টপকানোর কাজ শুরু করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুজনে বেশ দারুণ কিছু শট খেলে ছন্দে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু ২৫ রানের মাথায় ফের ধাক্কা খায় অস্ট্রেলিয়া। স্যান্টনারের কাছে পরাস্ত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ ১১ বলে ১৩ রান করে, এরপর মার্শের (১২ বলে ১৬ রান) উইকেট’ও তুলে নেন তিনি। পাওয়ার প্লে’র শেষে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে দাড়ায় ৩ উইকেটে ৩৪ রান। (T20 World Cup 2022)
From start to finish 🙌
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2022
Devon Conway stunning innings of 92* fetches him the @aramco Player of the Match 👏#T20WorldCup pic.twitter.com/rTdJmXzRkk
New Zealand win their first men's international game on Australian soil since 2011 🔥#T20WorldCup | #AUSvNZ | 📝 Scorecard: https://t.co/1mYxKgn4aP pic.twitter.com/D784MzZbam
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2022
এরপর ম্যাক্সওয়েল এবং স্টিওনিস মিলে নিউজিল্যান্ড’কে পঞ্চাশ রানের গন্ডি পেরোতে সাহায্য করে ম্যাচে। কিছুতেই অস্ট্রেলিয়া’কে ম্যাচে থিতু হতে দিচ্ছিলো না নিউজিল্যান্ড।
চোখ ধাঁধানো ক্যাচে স্টিওনিস’কে (৭) ডাগ আউটে ফেরান গ্লেন ফিলিপ্স। ৫০ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। (T20 World Cup 2022)
অজি দলের ব্যাটিং বিপর্যয় সামলানোর দায়িত্ব এসে পরে ম্যাক্সওয়েল এবং টিম ডেভিডের হাতে। এমন কঠিন পরিস্থিতি’তে টিম ডেভিডের থেকে একটা ম্যাচ উইনিং ইনিংসের প্রত্যাশায় ছিলো অস্ট্রেলিয়াবাসী। কিন্তু ফের আরেকবার তাদের স্বপ্নভঙ্গ করলেন স্যান্টনার, ৮ বলে মাত্র ১১ রান করে আউট হন অস্ট্রেলিয়ার সিঙ্গাপুরিয়ান ব্যাটার। ৬৮ রানে ৫-উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।
ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া অস্ট্রেলিয়ার উপর আরও চাপ দেওয়া শুরু করে নিউজিল্যান্ডের বোলাররা, আর সেই চাপ সহ্য করা সম্ভব হয় গতবারের চ্যাম্পিয়ান’দের পক্ষে। স্পিন, পেস সব ধরনের আক্রমণে অজিদের দিশেহারা করে দেয় কিউয়িরা। ‘ফিনিশার’ ম্যাথু ওয়েডের (২)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : পাত্তা পাননি RCB’তে, সেই কিউয়ি ক্রিকেটার আজ স্টার্কদের পিটিয়ে ছাতু করলেন
উইকেট তুলে নেন লকি ফার্গুসন, অস্ট্রেলিয়ার আশা জাগিয়ে রাখা ম্যাক্সওয়েলের উইকেট তুলে নেন ইশ সোধি। ২০ বলে ২৮ রান করে তিনি যখন আউট হয়ে ফিরলেন তখন অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৮৯। এরপর মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স মিলে ১০০ রানের গন্ডিতে পৌঁছতে সাহায্য করে অস্ট্রেলিয়া’কে। তারপর আর মাত্র ১১ রান জুড়তে পেরেছিলো অস্ট্রেলিয়া। ইনিংস শেষ করে ১১১রান তুলে অল আউট হয়ে যায়।
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের টি ২০ কিংবদন্তি মার্টিন গুপ্টিলের পরিবর্তে এদিন দলে সুযোগ হয়েছিলো অ্যালেনের। এটাই ছিলো তার টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর সেই প্রথম ম্যাচটা একটা অসাধারণ ঝোড়ো ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন এই কিউয়ি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার নতুন বলের আক্রমণ’কে এদিন দাড়াতেই দেননি তিনি। খেলেন ১৬ বলে ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস। এরকম’ই একটা শুরুয়াতের প্রত্যাশায় ছিলো কিউয়িরা। (T20 World Cup 2022)
অ্যালেনের এমন ঝোড়ো পারফরম্যান্স নিউজিল্যান্ডের আরেক ওপেনার ডেভন কনওয়ে’কে ম্যাচে খানিকটা থিতু হতে সময় দিয়েছে। অ্যালেন ফেরার পর রুদ্রমূর্তি ধারন করেন কনওয়ে। রক্ষনের খোলস ছেড়ে আক্রমণের বর্ম পড়ে নেন তিনি, আর তারপর বেধড়ক পেটাতে শুরু করেন অস্ট্রেলিয়ার ব্যাটার’দের। মাঠ ছাড়েন ৯২* রান করে। (T20 World Cup 2022)
এদিন’ও ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৩ বলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি। পরে গ্লেন ফিলিপ্স’রা নিউজিল্যান্ড’কে স্কোরবোর্ডে ২০০ রান তুলতে সাহায্য করেছেন। অস্ট্রেলিয়ার তরফে সেরা বোলার জস হ্যাজেলউড, তিনি নিয়েছেন ২ টি উইকেট।
New Zealand (Playing XI): Devon Conway (w), Finn Allen, Kane Williamson (c), Glenn Phillips, Mark Chapman, James Neesham, Mitchell Santner, Tim Southee, Ish Sodhi, Lockie Ferguson, Trent Boult.
Australia (Playing XI): Aaron Finch (c), David Warner, Mitchell Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Tim David, Matthew Wade (w), Pat Cummins, Mitchell Starc, Adam Zampa, Josh Hazlewood