রোববার আয়ারল্যান্ড’কে ৯ উইকেটে হারিয়ে দারুণ ভাবে টি ২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শুরু করলো শ্রীলঙ্কা। হাফ সেঞ্চুরি করলেন কুশল মেন্ডিস। অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে ফিরেছেন তিনি।
হোবার্টে এদিন প্রথম ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড’কে ১২৮ রানে আটকে দিয়েছে শ্রীলঙ্কা। দুই বারের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন’দের হারিয়ে সুপার টুয়েলভে উঠে আসা আয়ারল্যান্ড এদিন এটুকু রান’ই করতে পেরেছে ৮ উইকেটের বিনিময়ে। (T20 World Cup 2022)
টসে জিতে প্রথম ব্যাটিং করতে নামা আইরিশ দলের বিরুদ্ধে এদিন শ্রীলঙ্কার অন্যতম দুই সফল বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহেশ থিকসানা। দুজনেই জোড়া উইকেট নিয়েছেন। (T20 World Cup 2022)
চলতি বিশ্বকাপে এদিন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে ফেললেন মেন্ডিস, ৪৩ বল লেগেছে ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৫ ওভার বাকি থাকতেই ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কা। (T20 World Cup 2022)
দল জেতানো ইনিংস খেলাকালীণ ৫ টা চার এবং ৩ টে ছক্কা মারেন মেন্ডিস। চারিথ আসালাঙ্কার (৩১) সাথে ম্যাচে দলের জয় নিশ্চিত করে তবেই ফিরেছেন তিনি। জয়ের পাশাপাশি ভালো রানরেট ধরে রাখায় লাভবান হলো শ্রীলঙ্কা। (T20 World Cup 2022)
Sri Lanka start off their Super 12 campaign in style 👏#T20WorldCup | #SLvIRE | 📝: https://t.co/g8FzZKEhgT pic.twitter.com/hS7iOYxFMV
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2022
A brilliant knock from Kusal Mendis 🌟 #SLvIRE | 📝: https://t.co/g8FzZKEP6r pic.twitter.com/DeCOXpZ1kJ
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2022
প্রথম পর্বে নামিবিয়ার কাছে হারের পর দারুণ ভাবে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে জয় দিয়ে শুরু’করাটা ভীষণ আত্মবিশ্বাস জোগাবে তাদের। (T20 World Cup 2022)
পেসার লাহিরু কুমারা প্রথমেই আয়ারল্যান্ড অধিনায়ক বালব্রিনি’র উইকেট তুলে নিয়ে দারুণ সফলতা এনে দেন দলকে। ২৪ বলে ৩৪ রান করে পল স্টার্লিং একটা দারুণ শুরুয়াত দিয়েছে আইরিশ দলকে। সর্বোচ্চ স্কোরার মিডল অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর, তিনি ৪২ বলে ৪৫ রান করেছেন। (T20 World Cup 2022)
এছাড়া বাকি আয়ারল্যান্ডের ব্যাটার’রা ফ্লপ এদিন। ফলে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৮ রান তুলতে পারে আয়ারল্যান্ড। ডকরেল নিজেও বিশেষ কিছু করতে পারেননি, ১৬ বলে ১৪ রান করে থিকসানার কাছে নিজের উইকেট খোয়ান। এই ইনিংস খেলাকালীণ একটি’ও চার মারতে পারেননি তিনি। কার্যত একপেশে ম্যাচে জিতে নিয়ে দুটো পয়েন্ট ঘরে তুলে নিলো লঙ্কা বাহিনী।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : আলোচনা বদলালো ঝামেলায়, ফের বিতর্কে জড়ালেন শাহীদ আফ্রিদি