
এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতকে সবচেয়ে বেশি যদি কোনও বিষয় ভুগিয়ে থাকে, তাহলে সেটা দলের অধিনায়ক রোহিত শর্মার পর। একটি’ও ম্যাচে ওপেন করতে নেমে দলকে ভালো শুরু’য়াত এনে দিতে পারেননি রোহিত। তার ফলে অধিকাংশ ম্যাচে রান তোলার চাপ গিয়ে পরেছিলো কোহলি, সূর্য কুমার, হার্দিক পান্ডিয়ার ঘাড়ে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে রোহিত শর্মার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানীশ কানেরিয়া।
T20 World Cup 2022 – নিজের চ্যানেলে সাম্প্রতিকতম ইউটিউব ভিডিওতে চলতি টি ২০ বিশ্বকাপে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং ব্যর্থতা নিয়ে আলোচনা করাকালীন দানীশ কানেরিয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রসঙ্গ টেনেছেন তিনি। বলেছেন সেমিফাইনালে গুরুত্বপূর্ণ মুহুর্তে কি দারুণ ভাবে নিজেকে নিউজিল্যান্ডের বোলারদের সামলে খেললেন বাবর। একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সঠিক সময়ে জ্বলে উঠেছেন তিনি।
৪১ বছর বয়সী পাকিস্তানের প্রাক্তন স্পিনারের মতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত বিরাট কোহলি’কে ক্যাপ্টন্সি ফিরিয়ে দেওয়া, অথবা হার্দিক পান্ডিয়ার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। এই দুই ভারতীয় ক্রিকেটারের খেলায় আরও বেশি আগ্রাসন দেখানো যায়। (T20 World Cup 2022)
It's may be his fault but I can't see him cry.
— Aru★ (@Aru_Ro45) November 10, 2022
Stay strong Rohit Sharma pic.twitter.com/LqV7rr2BL7
দানীশ কানেরিয়া বলেন,
“এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) পুরোপুরি ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে, কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে প্রমাণিত করেছিলেন তিনি। বড়ো মঞ্চে কখনও নিজেকে প্রমাণ করতে পারেনি রোহিত। রোহিতের ফিটনেস’ও ঠিকঠাক ছিলো না। ভারতের এমন অধিনায়ক চাই যার খেলায় আগ্রাসন থাকবে। এর জন্য বিরাট কোহলি’কে ফেরানো হোক, অথবা হার্দিকের পান্ডিয়ার হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক।”
চলতি টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ছয় ম্যাচ খেলে রোহিত শর্মা করেছিলেন ১১৬ রান, ১৯.৩৩ গড়ে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো ফ্লপ রোহিত। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্যে তার অবদান ২৮ বলে ২৭ রান।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : এবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে ‘মোটা’ রোহিত শর্মা