অশ্বিন জয়সূচক রানটা করতেই গোটা ভারতীয় শিবির তখন মাঠে ছুটছেন জয়োল্লাসের উদ্দেশ্যে। (T20 World Cup 2022) কেরিয়ারের সেরা সাদা বলের ক্রিকেট ইনিংস খেলে কোহলি তখন ভেঙে পড়ছেন কান্নায়। ৮২* রানে অপরাজিত তিনি।খেলার পর দলের অধিনায়ক রোহিত শর্মা ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন দলের ত্রাতা’কে।
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কোহলি-হার্দিক জুঁটির দারুণ প্রশংসা করলেন রোহিত। আর ৫৩ বলে ৮২* রানের ইনিংস খেলা সতীর্থ কোহলির কথা বলতে গিয়ে আবেগ চুইয়ে পড়লো তার মুখ থেকে। রোহিতের কথা এটাই ভারতের হয়ে খেলা বিরাট কোহলির সেরা ইনিংস। (T20 World Cup 2022)
“হার্দিক, কোহলি দুজনেই খুব অভিজ্ঞ ক্রিকেটার। কঠিন সময় মাথা ঠান্ডা রেখে খেলাটাকে এগিয়ে আসতে যাওয়া খুব সহজ কোনও কাজ নয়। ওদের খেলা আমাদের আত্মবিশ্বাস দেবে। এমন ম্যাচ জেতানো খুব কঠিন। আমরা আজ কখনোই জেতার মতো পরিস্থিতি’তে ছিলাম না।তাই যেভাবে জিতলাম, সেটা খুবই আনন্দ দিচ্ছে।
বিরাটকে কুর্নিশ আজ যেভাবে ব্যাটিং করেছে। এটাই ওর ভারতের হয়ে খেলা অন্যতম সেরা ইনিংস। আমি সমর্থক’দের ধন্যবাদ জানাই, তাদের পাশে থাকাটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সে যেখানেই খেলতে যাইনা কেনো।”
Bromance ♥️🫂🤝🏼#TeamIndia | #T20WorldCup | #INDvPAK | @ImRo45 | @imVkohli pic.twitter.com/gjDQcu0Ppn
— BCCI (@BCCI) October 23, 2022
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বাবরদের হারিয়ে দেশবাসী’কে দীপাবলির উপহার দিলেন ‘চেজ মাস্টার কোহলি’
For his stunning match-winning knock, @imVkohli bags the Player of the Match award. 👏 👏
— BCCI (@BCCI) October 23, 2022
Scorecard ▶️ https://t.co/mc9usehEuY #TeamIndia | #T20WorldCup | #INDvPAK pic.twitter.com/xF7LfA4Od5
T20 WC 2022. India Won by 4 Wicket(s) https://t.co/mc9usehEuY #INDvPAK #T20WorldCup
— BCCI (@BCCI) October 23, 2022
খেলার শেষ দিকে ভারতের জয় পাওয়াটা খুব কঠিন হয়ে পড়েছিলো। জিততে ৮ বলে ২৮ রান প্রয়োজন ছিলো ভারতের। তখন কোহলি দলের উপর তৈরী চাপ কমাতে হারিস রাউফ’কে দুটো ছক্কা মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ ছয় বলে টিম ইন্ডিয়ার জিততে আর প্রয়োজন ছিলো ১৬ টা রান। (T20 World Cup 2022) আর তার পর কি হয়েছে সেটা সবাই জানে, ম্যাচ জেতার পর বাকরুদ্ধ হয়ে পড়েন রোহিত, তিনি বলেছেন,
“আমি ড্রেসিংরুমে ছিলাম তখন। আমার কাছে কোনও শব্দ আর অবশিষ্ট ছিলো না। আমরা চেয়েছিলাম একেবারে খেলার শেষ অবধি ক্রিজে থাকতে। বিরাট-হার্দিকের পার্টনারশিপটাই খেলা ঘুরিয়ে দিলো। পিচের আচড়ন অদ্ভুত ছিলো আজ, স্যুইং, সিম দারুন হচ্ছিলো। বোলারদের জন্যে বিষয়টা ভালো। পাকিস্তান’ও ভালো খেলেছিলো। ইফতিকার – মাসুদ ভালো পার্টনারশিপ জুড়েছিলো। আমরা তখন’ই বুঝেছিলাম এই রান তাড়া করতে নিজেদের জান লড়িয়ে দিতে হবে।”