টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ভারতের ব্যাটিং দেখে হতাশ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রিতেন্দর সোধি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬২ রান তুলেছিলো ভারত।
ভারতের এমন উইকেট আগলে রেখে ব্যাটিং করা, তারপর শেষের দিকে মরিয়া চালিয়ে খেলার নীতির তীব্র সমালোচনা করেছেন সোধি। অথচ ঠিক উল্টোটা দেখা গেছিলো ইংল্যান্ড যখন ব্যাটিং করলো, সেই সময় শুরু থেকেই চালিয়ে খেলা জারি রেখেছিলো ইংল্যান্ড। (T20 World Cup 2022)
India News – কে রীতেন্দর সোধি বলেছেন,
“ভারতের খেলার ধরন বোঝা কঠিন। ৬২ রান তুলে ফেলা হয়েছে ১০ ওভারে, তারপরেও কেউই চালিয়ে খেলছেনা। শেষ অবধি উইকেট বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চালানো হলো। পরের দিকে হার্দিক অমন চালিয়ে না খেললে ১২০ উঠতো ভারতের স্কোরবোর্ডে, সেটাও অনেক কষ্টে। আমাদের ব্যাটিং অ্যাটলান্টিক সাগরের মতো শান্ত, আগুনের কথা বলছেন, ওসব পেটেই জ্বলে। সেমিফাইনালে ভারতের ব্যাটিংয়ে কোনও আগুন দেখা যায়নি।”
এরপর ভারতকে নিউজিল্যান্ড সফরে খেলতে দেখা যাবে। নিউজিল্যান্ড সফরে ৩ টে ওয়ানডে এবং ৩ টে টি ২০ ম্যাচ খেলবে ভারত। (T20 World Cup 2022)
Powerplay scores:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 10, 2022
India – 38/1.
England – 63/0.
#TeamIndia put up a fight but it was England who won the match.
— BCCI (@BCCI) November 10, 2022
We had a solid run till the semifinal & enjoyed a solid support from the fans.
Scorecard ▶️ https://t.co/5t1NQ2iUeJ #T20WorldCup | #INDvENG pic.twitter.com/5qPAiu8LcL
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নিউজিল্যান্ড সফরে রওনা দিলো টিম ইন্ডিয়া
আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে।
নিউজিল্যান্ডের মাটিতে শেষ বার ওয়ানডে সিরিজ খেলার অভিজ্ঞতা ভালো নয় ভারতের। ২০১৯-২০ মরশুমে কিউয়ি’দের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। ধাওয়ান নেতৃত্বাধীন ভারতের কাছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে যথাক্রমে ২৫, ২৭ এবং ২৯ শে নভেম্বর। (T20 World Cup 2022)
এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি’কে।
Squad for NZ T20Is:
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
Squad for NZ ODIs:
Shikhar Dhawan (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : আইপিএল প্রভাব ফেলতে ব্যর্থ ভারতের পারফরম্যান্সে, দাবী শাহিদ আফ্রিদি’র