
খেলোয়াড় এবং অধিনায়ক, এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) দুটো হিসেবেই ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। এমন বক্তব্যে ভারত অধিনায়কের কড়া সমালোচনা করলেন প্রাক্তন পাকিস্তানের স্পিনার দানীশ কানেরিয়া।
এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ছয় ইনিংসে ১১৬ রান করেছেন রোহিত শর্মা। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারত, ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
গোটা বিশ্বকাপ (T20 World Cup 2022) জুড়ে ভারতকে ভুগিয়েছে ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুলের ব্যাটিং। রোহিত, রাহুলের ফর্ম ভীষণ ভুগিয়েছে ভারতকে এবারের টি ২০ বিশ্বকাপে। রাহুল কয়েকটা ম্যাচে ভারত’কে শুরু এনে দিলেও, রোহিত ব্যর্থ এ ব্যাপারে। এর ফলে চরম সমালোচনার সন্মুখীন হতে হচ্ছে ভারত অধিনায়ক’কে।
গতবছর টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) হারের পর বদল হয় ভারত অধিনায়কের। বিরাট কোহলি’কে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া রোহিত শর্মার হাতে। অধিনায়ক হওয়ার পর আক্রমণাত্মক ক্রিকেট খেলার হুংকার দিয়েছিলেন রোহিত। কিন্তু এবারের টি ২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স দেখে সেটিকে তার ফাঁকা আওয়াজ দেওয়া বলা চলে।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বিশ্বকাপে ব্যর্থতার জের, রোহিত, দ্রাবিড়, কোহলি’কে ডাক পাঠালো BCCI
#TeamIndia put up a fight but it was England who won the match.
— BCCI (@BCCI) November 10, 2022
We had a solid run till the semifinal & enjoyed a solid support from the fans.
Scorecard ▶️ https://t.co/5t1NQ2iUeJ #T20WorldCup | #INDvENG pic.twitter.com/5qPAiu8LcL
রোহিত শর্মা আর টি ২০ ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই। এমনটাই দাবী দানিশ কানেরিয়ার। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন,
“রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। আগামী টি ২০ বিশ্বকাপ দুই বছরের মধ্যে, রোহিত আর টি ২০ ক্রিকেট খেলার মতো অবস্থায় আছে বলে মনে হচ্ছে না। ব্যাটে টাইমিং ঠিক নেই রোহিতের, ভুড়ি বেড়ে গেছে। এবার গোটা টি ২০ বিশ্বকাপ জুড়ে রোহিত শর্মার পারফরম্যান্স হতাশ করেছে তার ফ্যানেদের। কোনও অবদান’ই নেই রোহিতের এবারের বিশ্বকাপে। অধিনায়ক হিসেবেও ব্যর্থ এবং প্লেয়ার হিসেবেও।”
অধিনায়কত্বের চাপে ভুগছে রোহিত শর্মা। ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই তিনি। টি ২০ ক্রিকেটের নিজের শেষ ১০ ইনিংসে মাত্র তিন বার ২০ রানের গন্ডি টপকেছিলেন রোহিত। এরমধ্যে একটি মাত্র ম্যাচে তার স্ট্রাইক রেট ১২৫ এর উপরে ছিলো।