
সিডনিতে শনিবার আন্ডারডগ হিসেবে খেলতে নেমে অস্ট্রেলিয়া’কে ৮৯ রানে হারিয়ে দারুণ ভাবে টি ২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শুরু করলো নিউজিল্যান্ড। গতবছর বিশ্বকাপের ফাইনালে হারের প্রতিশোধ দারুণ ভাবে নিলো কিউয়িরা। পাশাপাশি ২০১১ সালের পর এই প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনও ফর্ম্যাটের ম্যাচে প্রথম জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড।
এদিন, ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের টি ২০ কিংবদন্তি মার্টিন গুপ্টিলের পরিবর্তে এদিন দলে সুযোগ হয়েছিলো অ্যালেনের। এটাই ছিলো তার টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর সেই প্রথম ম্যাচটা একটা অসাধারণ ঝোড়ো ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন এই কিউয়ি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার নতুন বলের আক্রমণ’কে এদিন দাড়াতেই দেননি তিনি। খেলেন ১৬ বলে ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস। এরকম’ই একটা শুরুয়াতের প্রত্যাশায় ছিলো কিউয়িরা। (T20 World Cup 2022)
অ্যালেনের এমন ঝোড়ো পারফরম্যান্স নিউজিল্যান্ডের আরেক ওপেনার ডেভন কনওয়ে’কে ম্যাচে খানিকটা থিতু হতে সময় দিয়েছে। অ্যালেন ফেরার পর রুদ্রমূর্তি ধারন করেন কনওয়ে। রক্ষনের খোলস ছেড়ে আক্রমণের বর্ম পড়ে নেন তিনি, আর তারপর বেধড়ক পেটাতে শুরু করেন অস্ট্রেলিয়ার ব্যাটার’দের। মাঠ ছাড়েন ৯২* রান করে।
এদিন’ও ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৩ বলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি। পরে গ্লেন ফিলিপ্স’রা নিউজিল্যান্ড’কে স্কোরবোর্ডে ২০০ রান তুলতে সাহায্য করেছেন। অস্ট্রেলিয়ার তরফে সেরা বোলার জস হ্যাজেলউড, তিনি নিয়েছেন ২ টি উইকেট। (T20 World Cup 2022)
Superhuman Phillips!
— ICC (@ICC) October 22, 2022
We can reveal that this catch from Glenn Phillips is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Australia v New Zealand.
Grab your pack from https://t.co/8TpUHbQQaa to own iconic moments from every game. pic.twitter.com/VCDkdqmW3m
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : রোহিত’দের সাথে সম্পর্ক নিয়ে ভারত ম্যাচের আগে খোলামেলা আড্ডা দিলেন বাবর আজম
পরে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার, মার্শের মতো অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটারদের উইকেট ফেলে দেন সাউদি। এরপর স্যান্টনারের বলে বড় শট খেলতে যাওয়া স্টিওনিস’কে একটি চোখ ধাঁধানো ক্যাচে আউট করেন গ্লেন ফিলিপস, নিঃসন্দেহে এই ক্যাচকে এবছর টি ২০ বিশ্বকাপের সেরা ক্যাচ বলা চলে।
স্টিওনিসের স্যুইপার কভার অঞ্চলের দিকে মারা শট হাওয়ায় উড়ে তালুবন্দি করেন ফিলিপস। গোটা সিডনির মাঠ স্তব্ধ হয়ে যায় নিউজিল্যান্ডের ক্রিকেটারের কীর্তি দেখে।
ক্রমাগত কিউয়ি বোলারদের চাপে শেষে ১১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া এই ম্যাচে। (T20 World Cup 2022)
New Zealand (Playing XI): Devon Conway (w), Finn Allen, Kane Williamson (c), Glenn Phillips, Mark Chapman, James Neesham, Mitchell Santner, Tim Southee, Ish Sodhi, Lockie Ferguson, Trent Boult.
Australia (Playing XI): Aaron Finch (c), David Warner, Mitchell Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Tim David, Matthew Wade (w), Pat Cummins, Mitchell Starc, Adam Zampa, Josh Hazlewood