রোববার পাকিস্তানের টি ২০ বিশ্বকাপ ফাইনালে (T20 World Cup 2022 Final) হারের পর শোয়েব আখতারের ‘হদয়ভঙ্গ’ ট্যুইট খোঁচা দিয়ে মহম্মদ শামি লিখেছিলেন সবই কর্মের ফল। এরপর অবশ্য চুপ থাকেন নি শোয়েব। শামি’কে পাল্টা দিলেন শোয়েব আখতার।
শামির ট্যুইট নজরে পরতে তিনি হর্ষ ভোগলের একটি ট্যুইট শেয়ার করেন, সেখানে হর্ষ পাকিস্তানের বোলারদের প্রশংসা করেছেন ফাইনাল ম্যাচের পারফরম্যান্সের বিচারে, তিনি লেখেন –
“খুব কম দল আছে যারা ১৩৭ রানের পুঁজি নিয়ে এমন লড়াই দিতে পারে। পাকিস্তান দারুণ বোলিং টিম।”
-এই ট্যুইট টা শেয়ার করে শামি’কে খোঁচা মেরে শোয়েব আখতার লেখেন “একটা বুদ্ধিসম্পন্ন ট্যুইট”। যদিও এরপর এখনও কিছু বলতে শোনা যায়নি শামি’কে। (T20 World Cup 2022 Final)
And this what you call sensible tweet .. pic.twitter.com/OpVypB34O3
— Shoaib Akhtar (@shoaib100mph) November 13, 2022
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তার সিদ্ধান্তের দাম দেন ইংল্যান্ডের বোলাররা। ২০ ওভারে ৮ উইকেট ১৩৭ রান তোলে পাকিস্তান, ইংল্যান্ডের স্যাম কারাণ নেন ৩ উইকেট।
এরপর ১৩৮ রান চেজ করতে নেমে পাওয়ার প্লে’তে ৪৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড, শেষ অবধি স্টোকস ৫২* রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে ফেরে দেশের। (T20 World Cup 2022 Final)
১৩৮ রান তাড়া করতে নামা ইংল্যান্ড, শুরুতেই ধাক্কা খায় প্রথম ওভারে ওপেনার আলেক্স হেলস আউট হলে। দারুণ ই্যনস্যুইংগারে, তার উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি, ৭ রানে ১ উইকেট খুঁইয়ে বসে ইংল্যান্ড। ব্যাট করতে আসেন ফিল সল্ট। তিনি এবং ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার মিলে দারুণ চালিয়ে খেলা শুরু করেন, অবশ্য খানিকটা নিয়ন্ত্রিত খেলা খেলছিলেন বাটলার।
দেখে মেনে হচ্ছিলো বড়ো পার্টনারশিপ জুড়তে চলেছেন এই দুই ইংলিশ ব্যাটার। এরকম একটা পরিস্থিতি’তে হারিস রাউফ ফের ধাক্কা দেন ইংল্যান্ড শিবিরে, ৩২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয় ইংল্যান্ডের। (T20 World Cup 2022 Final)
সল্ট ফিরতে ব্যাটিংয়ে নামেন ম্যাচের নায়ক ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকস নামার পর আউট হয়ে যান ইংল্যান্ডের অধিনায়ক বাটলার। হারিস রাউফ তুলে নেন তার উইকেট। পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পরে যায় ইংল্যান্ড। (T20 World Cup 2022 Final)
এরপর স্টোকস এবং ব্রুকস মিলে একের পর এক রান জুড়তে থাকেন। দুজনে ৩৯ রান জোড়েন জুঁটিতে। তারপর শাদাব খান এসে তুলে নেন ব্রুকসের উইকেট, এক্ষেত্রে লং অফে দুর্দান্ত ক্যাচ নেন শাহিন আফ্রিদি। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ব্যাট করতে নামেন মইন আলী। ১৫.৪ ওভারের মাথায় স্কোরবোর্ডে ১০০ রান তোলে ইংল্যান্ড।
এরপর জয়ের জন্য আর ৩৮ বলে ২৬ রান তোলার প্রয়োজন ছিলো বাটলার’দের। এমন সময় পরপর দুটো বলে একটা চার এবং একটা ছক্কা মেরে চাপ কমান স্টোকস, ২৪ বলে ২৮ রান তোলার প্রয়োজন হয়ে দাড়ায় ইংল্যান্ডের। পরে মইন আলী ওয়াসিম’কে পরপর দুটো চার মেরে দলের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সংখ্যার পরিমাণ’টিকে করে ফেলে ২২ বলে ২০ রান। ওই ওভারের শেষ বলেও চার মারেন তিনি। আলী স্টোকসের সাথে গুরুত্বপূর্ণ ৪৮ রান জোড়েন। ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হন মইন।
শেষে কেরিয়ারের ২০ হাফ সেঞ্চুরি করে দেশকে দ্বিতীয় বারের মতো টি ২০ বিশ্বকাপ জেতালেন বেন স্টোকস। পাকিস্তানের তরফে সর্বোচ্চ দুটো উইকেট নেন রাউফ, একটি করে উইকেট নেন শাহিন, ওয়াসিম, শাদাব।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 Final : ফাইনাল হারের পর শাহিনের চোট পাওয়ার আফশোস বাবরের