
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। (T20 World Cup 2022) এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে সমর্থক’দের উন্মাদনা অন্য মার্গে পৌঁছে গেছে। বাবরদের মাত দিতে কোনও ফাঁক ফোকর রাখতে চাইছেনা রোহিত’রা।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্টিস ভিডিও ছাড়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেশের নামে আগাম হর্ষধ্বনি দেওয়া শুরু করেন তারা। একটি ইউটিউব ভিডিওতে ফূটে উঠেছে সেই দৃশ্য। (T20 World Cup 2022)
“পাকিস্তান বরাবর কঠিন প্রতিপক্ষ, আমাদের ম্যাচে নিংড়ে দিতে হবে” : রোহিত শর্মা
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন রোহিত শর্মা। পাক ম্যাচ সম্পর্কে একাধিক প্রশ্নের জবাব দিলেন ভারত অধিনায়ক। (T20 World Cup 2022)
এবছর ভারতের বিশ্বকাপ দলের বেশকিছু সদস্যের এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা ছিলো না। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপ শুরু’র দিন পনেরো আগে টিম ইন্ডিয়া’কে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছিলো পরিস্থিতির সাথে যাতে খাপ খাইয়ে নিতে পারে টিম। এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল বলেই জানিয়েছেন ‘হিটম্যান’। (T20 World Cup 2022)
#TeamIndia begin their nets session ahead of #INDvPAK tomorrow at #T20WorldCup pic.twitter.com/at7JZWPS03
— BCCI (@BCCI) October 22, 2022
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : শাহীন-শামির মধ্যে তুলনা প্রসঙ্গে বিরাট মন্তব্য করলেন কপিল দেব
ঘনঘন বদলে যায় মেলবোর্নের আবহাওয়া, তাই এমন পরিস্থিতি তে ভাগ্যের আশ্রয় খুঁজছেন রোহিত। ইশ্বরের কাছে তার প্রার্থনা টসটা শুধু জিতিয়ে দাও ভগবান।
“কালক আবহাওয়া কিরকম হবে জানা নেই। আমরা ৪০ ওভারের ম্যাচ খেলার মানসিকতা নিয়ে খেলতে এসেছি, তবে পরিস্থিতির বদলে গেলেও কম ওভারের ম্যাচ খেলার জন্যেও প্রস্তুত দল।” – রোহিত শর্মা (T20 World Cup 2022)
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ কি বাড়তি চাপ সৃষ্টি করে দলের উপর, এদিন রোহিতের কাছে এই প্রশ্ন রাখা হলে তিনি বলছেন,
“কখনও “চাপ” শব্দটি ব্যবহার করতে চাইনা আমি। পাকিস্তান বরাবর শক্তিশালী একটা দেশ। ম্যাচের দিন সেরা খেলাটা খেলতে পারলে অবশ্যই জয় পাওয়া সম্ভব।”
২০০৭ সালের ভারতের প্রথম টি ২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোহিত। এবছর দলকে প্রথম বারের মতো কোনও আইসিসির টুর্নামেন্টে নেতৃত্ব দিতে চলেছেন তিনি, আর সেখানে প্রথম ম্যাচটা আবার পাকিস্তানের বিপক্ষে। এর আগে একাধিক বার পাক ম্যাচ খেলেছিলেন তিনি, কিন্তু এটাই কি তার কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, জবাবে রোহিত বলেন,
“২০০৭ সালের টি ২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ম্যাচটাই আমার এখনো অবধি কেরিয়ারের সবচেয়ে বড়ো পাকিস্তান ম্যাচ। অবশ্য যখনই দেশের হয়ে খেলতে নামিনা কেনো, তখনই সেটা আমার কাছে একটা বড় মুহূর্ত। সেটা ২০০৭ হোক, অথবা ২০২২। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই অত্যন্ত গর্বের একটা বিষয় আমার কাছে।” (T20 World Cup 2022)