
এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের পারফরম্যান্স দেখে ভীষণ হতাশ বিসিসিআই। তারা অবাক হয়েছেন রোহিত’দের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে দেখে। গোটা টুর্নামেন্টে পারফরম্যান্সে এমন ভরাডুবি দেখে, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি PERFORMANCE REVIEW METTING – এর আয়োজন করছে, যেখানে তলব করা হবে কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি’কে। বিসিসিআই সেক্রেটারির পৌরহিত্যে ভারতের বিধ্বস্ত টি ২০ বিশ্বকাপ পারফ্যান্সের ময়নাতদন্ত করা হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের দাবি,
“আমরা রোহিত, রাহুল, কোহলি’কে মিটিংয়ে ডেকেছি। সেমিফাইনালে পারফরম্যান্সের পর স্পষ্ট কিছু বদলের প্রয়োজন আছে। কিন্তু তাদের কোনও কথা শোনার আগে আমরা কোনও সিদ্ধান্ত নেবোনা। রোহিত, রাহুল, কোহলির পরামর্শ নেওয়া হবে, এবং ভবিষ্যতে ভারতীয় দলের রুপরেখা কি হবে সেটা নিয়ে আলোচনা হবে।”
সূত্রের খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের বর্তমান নির্বাচক চেতন শর্মার পারফরম্যান্স নিয়েও খুশি নন ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে তাকেও দায়িত্ব মুক্ত করা হতে পারে। তবে মিটিংয়ে চেতনকে ডাকা হয়েছে কিনা, সেটা স্পষ্ট নয় এখনো। (T20 World Cup 2022)
২০২৪ সালে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা জুড়ে। সেই টি ২০ বিশ্বকাপের দল থেকে বয়স্ক ক্রিকেটারদের রাখার কোনও পরিকল্পনা নেই বিসিসিআই’এর। এক্ষেত্রে বোর্ড সূত্রের দাবী টিম ইন্ডিয়া ছাড়া কোনও ব্যক্তিগত ক্রিকেটারকে নিয়ে বিশেষ মাথাব্যথা নেই এবার। (T20 World Cup 2022)
“আমরা ব্যক্তিগত ভাবে কোনো ক্রিকেটারকে নিয়ে চিন্তিত নই এবার। তারা নিজেদের সিদ্ধান্ত নিতে জানে। আমরা চিন্তিত ভারতের ক্রিকেট নিয়ে, ভারতের দল নিয়ে। ইংল্যান্ডে বিপক্ষে যেটা হয়েছে, এছাড়া প্রতি বার নক আউটে যেটা হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত এবার। এই নক আউটে বারবার ব্যর্থতা কিভাবে কাটিয়ে ওঠা যায়, সেটাই এখন চিন্তার বিষয় আমাদের কাছে।” – বিসিসিআই সূত্র।
এবারের টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের বয়সের গড় ছিলো ৩০.৬। টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক দলের মধ্যে অন্যতম ছিলো ভারত। দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন দীনেশ কার্তিক, ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এবারের টি ২০ বিশ্বকাপে, সেটা বলা চলে। অশ্বিন’ও এরপর টি ২০ দলে সুযোগ পাবে বলে মনে হয়না। তিরিশের কোঠা পেরানো রোহিত শর্মা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি’কেও আর টি ২০ দলের পরিকল্পনায় রাখা হচ্ছে বলে মনে হয়না। (T20 World Cup 2022)
আগামী সপ্তাহে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তাকেই পরবর্তী টি ২০ অধিনায়ক হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : ভারতের ব্যাটিংয়ে এখন আগুনের অভাব, মত প্রাক্তন ক্রিকেটারের