এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল ভারত অধিনায়ক (T20 World Cup 2022) রোহিত শর্মা (Rohit Sharma) এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam) বেশ কিছু ছবি। টি ২০ বিশ্বকাপের অফিসিয়াল ফটোশুট চলাকালীন সেই সব ছবি তোলা হয়েছিল। এমন ফটোশুটে মূলত দুই দলের ক্রিকেটার’দের সিরিয়াস থাকতেই দেখা যায় সাধারণত।
মেলবোর্নে রোববার অপেক্ষার অবসান ঘটতে চলেছে, ওইদিন ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে দুই চিরশত্রু ভারত – পাকিস্তান। তার আগে হাল্কা মেজাজে বন্দী বাবর -রোহিতের ছবি গুলো এখন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইতিমধ্যে হাজারে হাজারে মিম তৈরী হয়েছে সেই সব ছবি নিয়ে। তবে এই সব ছবি কিন্তু কোনও পরিকল্পনা মাফিক তোলা হয়নি। ICC’র সরকারি Instagram হ্যান্ডেলে বাবর বলেছেন,
“ফটোশুট চলাকালীন বেশ কিছু সিরিয়াস গোছের ছবি তোলা হয়েছিল আমাদের। ওই ছবি তোলার জন্যে একে অপরের চোখে চোখ রেখে আগ্রাসী মনোভাব নিয়ে তাকিয়ে থাকতে হচ্ছিলো, একটা সময়ের পর আর আমরা নিজেদের হাসি চাপতে পারেনি। বেশ মজার মুহুর্ত ছিলো ওটা।”
রোহিত’দের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বাবর বলেছেন ভারত – পাক ম্যাচ চলাকালীন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয় ঠিকই, কিন্তু ম্যাচের পর দুই দেশের ক্রিকেটারেদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : নেদারল্যান্ডস ম্যাচের আগে বাংলাদেশ’কে চিন্তায় ফেললো সাকিবের চোট
গতবছর সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটার’দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ছিলো চোখে পড়ার মতো। এরপর খেলা শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে ভাব বিনিময় মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। (T20 World Cup 2022)
এদিন বাবরের কাছে জানতে চাওয়া হয় মাঠের বাইরে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে কেমন সম্পর্ক ভারতীয় ক্রিকেটারের। পাক তারকা বলেন, (T20 World Cup 2022)
“মাঠের বাইরে আমাদের (ভারত-পাকিস্তান ক্রিকেটার)। মধ্যে ভালো সম্পর্ক।আমাদের মধ্যে খেলা নিয়ে প্রচুর আলোচনা হয়। শুধু ভারত নয়, প্রতিটি দলের ক্রিকেটার’দের সাথে আমাদের ভালো সম্পর্ক। এই বিষয়টা খেলায় ভীষণ সাহায্য করে আমাদের। মাঠে দেশের হয়ে সবাই ১০০ শতাংশ দিতে বদ্ধপরিকর, কিন্তু মাঠের বাইরে আমাদের সম্পর্ক খুবই আন্তরিক।”
মেলবোর্নের আগে ভারত – পাকিস্তান শেষ বার মুখোমুখি হয়েছিলো দুবাইতে। এশিয়া কাপের সেই ম্যাচে ভারত’কে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিলো সবুজ জার্সির দেশ। (T20 World Cup 2022)