
India in T20 WC – INDIA vs Netherlands: পাক বধের পর রাতভর সেলিব্রেশন আর তারপর (T20 World Cup 2022) সিডনি উদ্দেশ্যে রওনা দিলো ভারতীয় ক্রিকেট দল।রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তান’কে ৪ উইকেটে হারিয়ে দেয় ভারত। এরপর সিডনিতে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। সোমবার ছুঁটি রোহিতদের, টিম হোটেলেই দিপাবলী উৎসবে মাতবে টিম ইন্ডিয়া।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান’কে হারানোর পর আপাতত দুই নম্বর গ্রুপের শীর্ষ স্থানে আছে ভারত। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পাওয়াটাই অন্যতম লক্ষ্য হতে চলেছে রোহিত ব্রিগেডের কাছে। কারণ রানরেট টা বাড়িয়ে রাখলে আখেরে লাভ হবে দলের। (T20 World Cup 2022)
সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়া আছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং প্রথম রাউন্ড থেকে উঠে আসা নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ে। (T20 World Cup 2022)
দীর্ঘ ১৫ বছর হলো টি ২০ বিশ্বকাপ জেতেনি টিম ইন্ডিয়া। এবছর রোহিত শর্মা নেতৃত্বাধীন প্রবল শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম লক্ষ্য দ্বিতীয় বারের মতো ট্রফি জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটানো। (T20 World Cup 2022)

T20 World Cup 2022 : After night full of celebrations, Indian Cricket team travels to Sydney, next challenge is Netherlands on Thursday
Getty Images
T20 World Cup 2022 : After night full of celebrations, Indian Cricket team travels to Sydney, next challenge is Netherlands on Thursday
Getty Imagesআরও পড়ুনঃ IND vs PAK 2022 : “ওকে ‘কিং কোহলি’ কি সাধে বলে”, পাক বধের পর বললেন হার্দিক পান্ডিয়া
What it meant to win at The G! 💪🏻
— BCCI (@BCCI) October 23, 2022
Scorecard ▶️ https://t.co/mc9useyHwY #TeamIndia | #T20WorldCup | #INDvPAK | @imVkohli pic.twitter.com/A1uFG5Lbxr
ফের পাকিস্তানের বিরুদ্ধে একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এদিনের ইনিংসটাকে নিঃসন্দেহে তার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস বলা চলে নিঃসন্দেহে। জয়ের লক্ষ্যে রানতাড়া করতে নেমে একটা সময় ভারতীয় দলের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৪ উইকেটে ৩১ রান। এরপর হার্দিক পান্ডিয়ার সাথে ১১৩ রানের দুরন্ত পার্টনারশিপ জোড়েন কোহলি, ৩৭ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এদিন হার্দিক। (T20 World Cup 2022)
জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতীয় ক্রিকেট দলের প্রয়োজন ছিলো ৪৮ রান। এরপর রান করার গতি বদলান কোহলি, খেলতে থাকেন একের পর এক দারুণ সব শট। সব পাকিস্তানের বোলাররাই এদিন সমান ধোলাই খেয়েছেন কোহলির কাছে। ৫৩ বলে ৮২* রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি এদিন। শেষ বলে অশ্বিন মিড অফে একটি উচিয়ে শট খেলে নিশ্চিত করেন দলের জয়।
অসাধ্য সাধনের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি কোহলি। সতীর্থ’দের উষ্ণ আলিঙ্গনে কেরিয়ারের ঐতিহাসিক ইনিংস’টা খেলে এদিন মাঠ ছাড়লেন তিনি। (T20 World Cup 2022)
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : হার না মানা কোহলি’কে সেলাম জানালেন বাবর, বললেন …