IND vs SL 2023 : নেট সেশনে দারুণ চোখ ধাঁধানো সব শট খেললেন সূর্য কুমার যাদব, দেখুন ভিডিও 

0
28
Surykumar Yadav played eye-catching shots in the net session ahead of IND vs SL 2023 Series
Surykumar Yadav played eye-catching shots in the net session ahead of IND vs SL 2023 Series

IND vs SL 2023 – মঙ্গলবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্যে জোর কদমে প্রস্তুতি সারলো ভারতীয় ক্রিকেট দল। সেখানে বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলতে দেখা গেলো টি টোয়েন্টি সিরিজের ভারতের সহ অধিনায়ক সূর্য কুমার যাদব’কে। একেকটা অর্থোডক্স শট খেলার পাশাপাশি আরো বেশ কিছু শট খেলার ক্ষেত্রে নজর কাড়লেন সূর্য।

এরপর যতো সময় এগিয়েছে ততই সূর্য কুমার যাদবকে পরিচিত মেজাজে ব‍্যাট করতে দেখা যায়। বেশ কিছু ৩৬০ ডিগ্রি শট খেলতে দেখা যায় এবং তার প্রতিটা শট’ই ছিলো নিঁখুত। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সূর্য কুমার যাদবকে। ভারতের টি টোয়েন্টি ক্রিকেট দলের ভবিষ্যত প্রজন্মের ধারক সূর্য কুমার, এমনটাই মনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম।

হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের যুগলবন্দী ভারতকে দীর্ঘ মেয়াদের সাফলতা এনে দেবেন বলে মনে করেন সাবা করিম, প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের মতে –

“খুব ভালো করেছে ভারত টি টোয়েন্টিতে সূ্র্য কুমার যাদবকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়ে। ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের টর্চ বেয়ারার সূর্য কুমার যাদব। সূর্যের পাওনা ছিলো এই সুযোগ। ভীষণ আগ্রাসী ক্রিকেট খেলে। আমার মতে হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদবের জুঁটি ভীষণ চলবে।”

আরও পড়ুনঃ PAK vs NZ 2nd Test : কনওয়ের সেঞ্চুরি করার পর দারুণ প্রত‍্যাবর্তন করলো পাকিস্তান 

এবছর টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে সূর্য কুমার যাদব। ৩১ ম‍্যাচে ১১৬৪ রান করেছেন তিনি ১৮৭.৪৪ স্ট্রাইক রেটে। করেছেন দুটো সেঞ্চুরি, নয়টি হাফ সেঞ্চুরি।

India T20Is squad for IND vs SL 2023 Series :

Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.

আরও পড়ুনঃ IND vs SL 2023 : “ভারতের মাঠে ভারতের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন” : দাসুন সানাকা