ফের চোখ ধাঁধানো সাফল্য অর্জন করলেন ভারতের তারকা ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি। যে বছরে পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত হয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর, ২০২২ সালে সাফল্যের শিখরে পৌঁছান সূর্যকুমার (Suryakumar Yadav)। ২০২২ সালে ৩১ টা ম্যাচ খেলে ১,১৬৪ রান করেছিলেন তিনি। তার গড় ছিল ৪৬.৫৬। স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ক্যালেন্ডার বর্ষে ১,০০০-এর বেশি রান করার নজির গড়েন স্কাই।
তবে সূর্য যে শুধু রান করেছিলেন, সেটাই নয়। যেভাবে রানটা করেছিলেন, সেটা চমকপ্রদ ছিল। ২০২২ সালে এমন সব শট খেলেছিলেন সূর্য, যা সম্ভবত আগে কেউ ভাবতে পারতেন না। সূর্যের অবিশ্বাস্য সব শট দেখে হতবাক হয়ে যান ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভক্তরা। কীভাবে কেউ ওরকম শট খেলতে পারেন, তার কোনও ব্যাখ্যা খুঁজে পাননি তারা।
আরও পড়ুনঃ Indian Cricket Team : বুমরাহ, জাদেজা ফিরলে আরও শক্তিশালী হবে ভারত, মত প্রাক্তন পাক তারকার
২০২২ সালে ৬৮ টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের চার নম্বর ব্যাটার সূর্য (Suryakumar Yadav)। যা টি-টোয়েন্টির ইতিহাসে সর্বাধিক। সেইসঙ্গে ২০২২ সালে দুটি শতরান এবং নটি অর্ধশতরান করেছিলেন।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন সূর্যকুমার। (Suryakumar Yadav) মোট ২৩৯ রান করেছিলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮। গড় ছিল ৫৯.৭৫। তিনি সম্ভবত তার সেরা ইনিংসটা খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাকি ব্যাটাররা যখন দাঁড়াতে পারছিলেন না, পার্থে প্রোটিয়া পেসারদের সামনে কাঁপছিলেন, তখন ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সূর্য।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ডবল সেঞ্চুরি করলেও মাথা ঘুরে যায়নি শুভমান গিলের