
Suryakumar Yadav – ২০২২ সালে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন, এবং এখনও তিনি আইসসি ক্রমতালিকায় এক নম্বর টি-টোয়েন্টি প্লেয়ার। সূর্য ৩১ টি টি-টোয়েন্টি ইনিংস খেলে ১১৬৪ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৮৭.৪৩। এবং গড় ৪৬.৫৬। এই ইনিংসের মধ্যে তাঁর ২টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি রয়েছে।
তবে ২০২৩ সালের শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারের। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সূর্য (Suryakumar Yadav) তিনটি ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল্ডেন ডাক করে আউট হয়ে গিয়েছিলেন। এই ধরনের খারাপ পারফরম্যান্সের পর যে কোনও ক্রিকেটারের আত্মবিশ্বাস নষ্ট হতে যেতে পারে। আর সূর্যও এর ব্যতিক্রম নয়।
ভারতের তারকা ব্যাটসম্যান ৩৬০ ডিগ্রি শট খেলার জন্য পরিচিত। কিন্তু ওডিআই সিরিজে তাকে (Suryakumar Yadav) একেবারেই পরিচিত ছন্দে পাওয়া যায়নি।
বিশেষ করে অজিদের বিরুদ্ধে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক করার পর যখন তাঁকে নিয়ে তীব্র সমালোচনা চলছে, তখন সূর্য পাশে পেয়েছেন যুবরাজ সিং-কে। যুবি মনে করেন যে, ২০২৩ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের দলে সূর্যকে প্রয়োজন হবে।
আরও পড়ুনঃ Team India : একটা সময় বিরাটের উপর মারাত্মক চোটে ছিলেন সেহওয়াগ ! জানুন বিস্তারিত
যুবরাজ টুইট লিখেছেন,
“প্রত্যেক ক্রীড়াবিদই ক্যারিয়ারের ওঠাপড়ার মধ্যে দিয়ে যান। আমরা সকলেই কোনও না কোনও সময়ে এর মধ্যে দিয়ে গিয়েছি। আমি বিশ্বাস করি, @surya_14kumar (সূর্য কুমার) ভারতের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সুযোগ পেলে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আসুন আমরা আমাদের প্লেয়ারকে সমর্থন করি এবং সূর্য একশো শতাংশ আবার উঠবে।”
Every sports person goes thru ups & downs in their career! We’ve all experienced it at sum point. I believe @surya_14kumar is a key player for India 🇮🇳 & will play an imp role in the #WorldCup if given the opportunities. Let’s back our players coz our Surya 🌞 will rise again 💯
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 24, 2023
২০২৩ আইপিএল শুরুর অপেক্ষা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ফের সূর্য (Suryakumar Yadav) নিজের ছন্দে ফিরবেন বলে আশায় ক্রিকেটপ্রেমীরা। তার ফর্ম এই মুহূর্তে মুম্বই ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে ১৪টি ম্যাচ সূর্য পাবেন, পুরনো ছন্দে ফিরতে। ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। মুম্বইয়ের প্রথম ম্যাচ ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।